৭০ জন প্রতিবাদীকে নিজের ঘরে আশ্রয় দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
প্রতিবাদে উত্তালও হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি ৷ সেরকমই এক উত্তাল সন্ধেতে সুপারহিরোর তকমা পেলেন রাহুল দুবে ৷
#ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাহুল দুবেই এখন আমেরিকার নতুন সুপারহিরো ৷ তিনিই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন ৷ নেটিজেনরা একডাকে এখন চিনে ফেলছেন, এতদিনের ‘অচেনা’ মানুষটিকে ৷ ওয়াশিংটনের ৭০ জন প্রতিবাদীর কাছে তিনি তো সাক্ষাৎ দেবতা !
আমেরিকার নানা শহরে জর্জ ফ্লোয়েডের মৃত্যুকে ঘিরে প্রতিবাদের ঝড় চলছেই ৷ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওয়াশিংটন ডিসি ৷ সেরকমই এক উত্তাল সন্ধেতে সুপারহিরোর তকমা পেলেন রাহুল দুবে ৷
তা ঠিক কী করেছিলেন রাহুল?
advertisement
সন্ধে তখন ৭ টা ৷ আগের দিন রাতেই হোয়াইট হাউজ ঘিরে ফেলেছিল প্রতিবাদীরা ৷ পরিস্থিতিকে সামলাতে কার্ফু ডাকা হয়েছিল ওয়াশিংটনে ৷ কার্ফু-র মধ্যেই প্রায় ৭০ জন প্রতিবাদী রাস্তায় বেরিয়ে বিরোধ দেখাতে শুরু করলে প্রতিবাদীদের আটকাতে পুলিশ তৎপর হয়ে ওঠে৷ শুরু করে পেপার স্প্রে ছড়ানো ৷ ঠিক সেই সময়ই বাড়ির দরজা খুলে দেন রাহুল ৷ নিজের তিন তলা বাড়িতে নিয়ে আসেন ৭০ জন প্রতিবাদীকে ৷ পুলিশের হাত থেকে বাঁচতে গোটা এক রাত রাহুলের বাড়িতেই আশ্রয় নেন প্রতিবাদীরা ৷ সকাল ৬ নাগাদ কার্ফু খুলতেই, প্রতিবাদীরা রাহুলের বাড়ি ছাড়েন ৷
advertisement
প্রতিবাদীদের এভাবে সাহায্য করার ঘটনা বিরল ৷ তাই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷ এমনকী, রাহুলের প্রশংসা করেছেন রাহুল গান্ধিও ৷
Thank you Rahul Dubey for opening your heart and your home to the weak and the oppressed.https://t.co/L5pCf7bXVV
— Rahul Gandhi (@RahulGandhi) June 3, 2020
advertisement
সংবাদমাধ্যমে রাহুল দুবে জানিয়েছেন, ‘আমি চাই আমার ১৩ বছরের ছেলেও যেন এরকমই প্রতিবাদের অংশ হোক ৷ এই শিক্ষাতেই শিক্ষিত করতে চাই ওকে৷ ’
Rahul Dubey took dozens of protesters into his home and sheltered them overnight while police waited outside to arrest them. Repeatedly refused to let the cops in. This morning they were able to leave freely. Be like Rahul. Don't cooperate with police thugs. https://t.co/B9QLop5TXT
— Carlos Maza 🌹 (@gaywonk) June 2, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 11:17 AM IST