করোনা পরীক্ষায় দরাজ সার্টিফিকেট ডোনাল্ড ট্রাম্পের! আমেরিকার জাস্ট পরেই ভারত!

Last Updated:

‘আমরা মনে করছি এই বছরের শেষের মধ্যেই একটা ভ্যাকসিন পেয়ে যাব৷ যত তাড়াতা়ড়ি আমরা পাব তত তাড়াতাড়ি এটা সকলের কাছে পৌঁছে দেব৷ ’-ট্রাম্প

#ওয়াশিংটন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে দিলেন সার্টিফিকেট৷ করোনা ভাইরাস টেস্টিংয়ের নিরিখে ভারতের স্থান ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই৷ অর্থাৎ করোনা সংক্রমণ ধরতে আমেরিকায় সবচেয়ে বেশি টেস্টিং হচ্ছে৷ আর ভারত রয়েছে এই সবচেয়ে বেশি টেস্টিংয়ের হারে দ্বিতীয় স্থানে৷ ট্রাম্পের দাবি আর কোনও দেশ এদের ধারেকাছে নেই৷
ডোনাল্ড ট্রাম্পের মতে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ মিলিয়ন  করোনা পরীক্ষা হয়েছে অন্যদিকে ভারতে ১১ মিলিয়ন টেস্ট হয়েছে৷ ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনও অবধি ৬৫ মিলিয়নের কাছাকাছি করোনা পরীক্ষা করেছি, আমাদের কাছাকাছি দ্বিতীয় কোনও দেশ নেই৷ ভারত বোধহয় দ্বিতীয় হবে ওরা ১১ মিলিয়ন টেস্ট করেছেন যদিও ওদের লোক সংখ্যা ১৫ কোটি৷ আমাদের দেশ এখনও অবধি  পৃথিবীতে সেরা টেস্টিং করছে ৷ ’
advertisement
তিনি আরও জানিয়েছেন, ‘আমরা মনে করছি এই বছরের শেষের মধ্যেই একটা ভ্যাকসিন পেয়ে যাব৷ যত তাড়াতা়ড়ি আমরা পাব তত তাড়াতাড়ি এটা সকলের কাছে পৌঁছে দেব৷ ’
advertisement
করোনা ভাইরাস সংক্রমণের কেসে কিছুটা গতি শ্লথ হয়েছে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ তাঁর মতে গত সাতদিনে গতি কমেছে ১৪ শতাংশ৷ তিনি আরও জানিয়েছেন, ‘সারা দেশে যেভাবে সংক্রমণের হার কমেছে তাতে আমরা উৎসাহিত বোধ করছি৷ সারা দেশে গত সাতদিনে ১৪ শতাংশ কম সংক্রমণ হচ্ছে৷ হাসপাতালে ভর্তি হওয়া ৭ শতাংশ কম হয়েছে৷ আর মারণ ক্ষমতা কমেছে ৯ শতাংশ৷
advertisement
এদিকে জন হপকিন্সের মতে সোমবার মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫,০৭৫,৬৭৮৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
করোনা পরীক্ষায় দরাজ সার্টিফিকেট ডোনাল্ড ট্রাম্পের! আমেরিকার জাস্ট পরেই ভারত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement