Jaishankar Arrives in Kuwait: বিপদে ভারতের পাশে ছিল এই দেশ, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে তিন দিনের কুয়েত সফরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কাতারি এনএসএ মহম্মদ বিন আহমেদ আল মেসনেদের সঙ্গে দেখা করার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৷
কুয়েত: বিপদে সবসময়েই ভারতের পাশে ছিল কুয়েত ৷ আগামী দিনেও এই সুসম্পর্ক দু’দেশের মধ্যে বজায় রাখতে বদ্ধপরিকর ভারত ৷ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে তিন দিনের সফরে কুয়েতে গিয়ে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ কুয়েতের বিদেশমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মহম্মদ আল সাবাহ-র সঙ্গে দেখা করবেন জয়শঙ্কর ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও সঙ্গে করে নিয়ে গিয়েছেন বিদেশমন্ত্রী ৷ করোনাকালে সাহায্য করার জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েই চিঠি লিখেছেন মোদি ৷ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সাহায্য করতে ৫,২৬৭টি অক্সিজেন সিলিন্ডার-সহ আরও নানা সরঞ্জাম পাঠিয়েছে কুয়েত ৷
A pleasure to meet Qatari NSA Mohamed Bin Ahmed Al Mesned. Appreciate his insights on developments in the region and beyond. Thanked him for the support and solidarity in India’s fight against Covid. pic.twitter.com/IoFIBxPy1t
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 9, 2021
advertisement
advertisement
ভারতে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত জাসেম আল-নাজেম বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সাহায্য করতে ৪০০ মেট্রিক টনেরও বেশি জিনিস কুয়েত থেকে ভারতে পাঠানো হয়েছে ৷ যার মধ্যে অধিকাংশই হল অক্সিজেন সিলিন্ডার৷ কাতারি এনএসএ মহম্মদ বিন আহমেদ আল মেসনেদের সঙ্গে দেখা করার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করেছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2021 8:30 AM IST