Worlds Largest Plane: ইউক্রেনের 'স্বপ্ন' ভেঙে দিল রাশিয়া, ধ্বংস হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় বিমান!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Worlds Largest Plane: প্রসঙ্গত, ইউক্রেনিয়ান ভাষায় ম্রিয়া শব্দের অর্থ স্বপ্ন। করোনার সময় এই বিমানটি বিভিন্ন দেশে পিপিই কিট থেকে শুরু করে ওষুষ ও টিকা পৌঁছে দিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন।
#কিভ: কোভিডকালে অনেকেই বিমানটিকে বলেছিলেন ‘আশার প্রতীক’। আদতে সে ছিল বিশ্বের সর্ববৃহৎ বিমান। সেই অ্যান্টানোভ ২২৫ ম্রিয়া কার্গো বিমানটিকে ধ্বংস করে ফেলল রাশিয়া। ইউক্রেনের তরফে এমনই অভিযোগ করা হয়েছে। ইউক্রেনের বিদেশ মন্ত্রকের তরফে অ্যান্টানোভ ২২৫ ম্রিয়া কার্গো বিমানের ধ্বংসের কথা জানানো হয়েছে। ট্যুইট করে লেখা হয়েছে, ''করোনাকালের অন্ধকার সময় আমাদের আশার প্রতীক, ইউক্রেনের ম্রিয়া (স্বপ্ন), বিশ্বের বৃহত্তম বিমান ছিল এটি। গোটা বিশ্বে প্রচুর পরিমাণ প্রাণ রক্ষাকারী টিকা এবং পিপিই কিট পৌঁছে দিয়েছিল এই বিমান। তবে রাশিয়ার হামলাকারীরা ইউক্রেন ও বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ চলকালানী এই বিমানটিকে ধ্বংস করেছে।''
The biggest plane in the world "Mriya" (The Dream) was destroyed by Russian occupants on an airfield near Kyiv. We will rebuild the plane. We will fulfill our dream of a strong, free, and democratic Ukraine. pic.twitter.com/Gy6DN8E1VR
— Ukraine / Україна (@Ukraine) February 27, 2022
advertisement
advertisement
প্রসঙ্গত, ইউক্রেনিয়ান ভাষায় ম্রিয়া শব্দের অর্থ স্বপ্ন। করোনার সময় এই বিমানটি বিভিন্ন দেশে পিপিই কিট থেকে শুরু করে ওষুষ ও টিকা পৌঁছে দিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন। জানা গিয়েছে, রাজধানী কিভের একটি এয়ারফিল্ডে এই বিমানটি দাঁড়িয়েছিল। সেখানেই বিমানটিকে ধ্বংস করে রাশিয়া।
advertisement
তবে যুদ্ধের মতোই ম্রিয়াকে নিয়েও আশাবাদী ইউক্রেন। হাল ছাড়বে না তারা। বরং সরকারের তরফে জানানো হয়েছে, ফের বিমানটিকে নতুন করে গড়ে তুলবে তারা। ইউক্রেনের সংসদের তরফে লেখা হয়েছে, ''২০২০ সালে বিশ্বের বৃহত্তম পরিবহণ বিমান AN-225 ম্রিয়া মানবিক কাজের সঙ্গে যুক্ত হয়। ইউরোপে করোনভাইরাস মোকাবিলায় চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত ম্রিয়া। কিন্তু আজ রাশিয়ান সৈন্যরা বিশ্বের বিমান চলাচলের কিংবদন্তিকে ধ্বংস করে দিল।''
advertisement
আশি দশকে সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল এই বিমানটি। বর্তমানে ইউক্রেনের সংস্থা ‘আন্তনোভ’ এই বিমানটি তৈরি করে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান, কিয়েভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় দাউদাউ করে জ্বলে ওঠে এই বিমানটি। টুইটে বিমানটির একটি ছবিও রয়েছে। সেখানে লেখা রয়েছে, 'বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ‘স্বপ্ন’ কখনও ধ্বংস হবে না।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 2:09 PM IST