এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহ বৈধতা পেল তাইওয়ানে

Last Updated:
#তাইওয়ান: ১৭ মে ৷ এই দিনটি শুধু তাইওয়ানের ইতিহাসেই নয়, গোটা এশিয়া মহাদেশের এক বিশেষ দিন ৷ আজ থেকে তাইওয়ান প্রেসিডেন্ট সমকাম বিবাহ আইনসম্মত ঘোষণা করায় এশিয়ার মধ্যে তাইওয়ানই প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপকে আইনি স্বীকৃতি দিল ৷ ২ বছর আগেই সেখানকার সর্বোচ্চ আদালত সমকাম বিবাহের পক্ষে মতদান করেছিল ৷ পার্লামেন্টে বিল এনে বিষয়টি আইনসম্মত করার প্রক্রিয়ার সময়সীমা ছিল ২৪ মে, ২০১৯ ৷ কিন্তু তার আগেই শুক্রবার পার্লামেন্ট সমকাম বিবাহকে আইনি ঘোষণা করা হয় ৷ এরপরই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন রাজধানী তাইপেইর সমকামী যুগলরা ৷ উৎসব শুরু হয়ে যায় দেশের অন্যান্য প্রান্তেও৷
বহু লড়াই, যুক্তি, তর্ক, চড়াই-উতরাইয়ের দিনগুলো অবশেষে শেষ ৷ শেষ পর্যন্ত শান্তি ৷ এল সাফল্য ৷ উড়ল রামধনু পতাকা ৷ হাজার হাজার মানুষ রামধনু পতাকা নিয়ে নেমে পড়ল রাস্তায় ৷ এ দিন তাইওয়ান পার্লামেন্টে সমকামী বিবাহ বিষয়টি নিয়ে ভোটাভুটি পর্যন্ত হয়। সেখানে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিলটিকে সমর্থন করেন। পক্ষে ভোট পড়ে ৬৬টি আর বিরুদ্ধে ভোট পড়ে ২৭টি। স্বাভাবিকভাবেই বিলটি পাশ হয়ে যায় পার্লামেন্টে। বিলটি পাশ হয়ে যাওয়া মানেই তা আইনে পরিণত হয়। আর দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট থাই ইং ওয়েনের একই পদে থাকার রাস্তা পরিষ্কার হয়ে যায়। ২০২০ সালে এখানে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই সমকামী বিবাহ আইনি স্বীকৃতি পাওয়ায় ফের তিনি ক্ষমতায় ফিরবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সংসদের সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেছেন ৷ তিনি এই সিদ্ধান্তকে ‘সত্যিকারের সমতার দিকে বড় পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেছেন ৷ প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শুরুতে সমকামী বিয়ের পক্ষে কথা বললেও পরে ভোটার হারানোর আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করছিলেন ৷ তবে শেষ পর্যন্ত সংসদে বিলটি পাস হওয়ায় এবং এতে প্রেসিডেন্টের দলের সমর্থন থাকায় জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সাই ইং-ওয়েনের পুনর্নিবাচিত হওয়ার বিষয়টি কঠিন হয়ে উঠতে পারে ৷ এ দিকে, সংসদে ভোটাভুটিকে কেন্দ্র করে সমকামী ও তাঁদের অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বৃষ্টি সত্ত্বেও সংসদের বাইরে হাজির হয়েছিলেন ৷ রায় পক্ষে আসার পর তাঁরা একে অপরকে ধরে আলিঙ্গন করেন এবং রংধনু পতাকা উড়িয়ে আনন্দ প্রকাশ করেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহ বৈধতা পেল তাইওয়ানে
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement