Imran Khan News: জেলের ভিতরে চলেছে অকথ্য অত্যাচার, চলেছে বেধড়ক মারধর! ইমরান খানের সঙ্গে দেখা করতে চেয়ে...হাইকোর্টের দ্বারস্থ বোন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ইমরানের শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই৷ জেলের অন্দর সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে৷ সূত্রের খবর, ক্রমাগত চাপ, অত্যাচার এবং দেখা করতে না দেওয়াই এর পিছনে কারণ বলে দাবি তাদের৷
ইসলামাবাদ: কেমন আছেন ইমরান খান? আদৌ কি বেঁচে আছেন? জেলের মধ্যে নাকি প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুপ্ত খুন করে দিয়েছে আসিম মুনির৷ এমন খবর চাউড় হতেই হইহই পড়ে গিয়েছিল পাকিস্তান তো বটেই, এমনকি, পড়শি দেশ ভারতেও৷ তারপর থেকে একের পর এক খবর এসেছে৷ জানা গিয়েছে, নানা ভাবে আশ্বস্ত করে ইমরানের পরিবারকে জানানো হয়েছে যে তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন৷ কিন্তু, ইমরানকে প্রকাশ্যে না আনায় বা পাক প্রশাসন এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বলায় ঘনীভূত হচ্ছে রহস্য৷ এমন উৎকণ্ঠার মাঝেই ইমরান খানের দলের উচ্চ পদস্থ নেতারা অভিযোগ করছেন যে, জেলের মধ্যেই ইমরান খানের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে৷
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত বাড়তে থাকা উৎকণ্ঠার মাঝেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দলীয় সূত্র News18 -কে জানিয়েছে, আদিয়ালার জেলে ইমরানকে বেধড়ক মারধর করা হয়েছে এবং হাই ইনটেনসিটি কনফাইনমেন্টে রাখা হয়েছে৷ গত কয়েক সপ্তাহ ধরে ইমরানের সঙ্গে তাঁর পরিবারের লোক, আইনজীবী কারওকেই যোগাযোগ করতে দেওয়া হয়নি৷
advertisement
advertisement
CNN-News18 ফোন মারফত দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইমরানের বোন আলিমা খানুম জানিয়েছেন, ‘‘কেন ওরা আমাদের দেখা করতে দিচ্ছে না? কারা এই পরিস্থিতি তৈরি করেছে? ওঁকে ওঁর পরিবার আর আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়াই তো সবচেয়ে সহজ হতো৷’’
পাশাপাশি, আলিমা এ-ও জানিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন না ইমরানের একটা চুলেও হাত দেওয়ার সাহস পাক প্রশাসনের কারও রয়েছে৷ তিনি বলেছেন, ‘‘ওদের ওতো সাহস নেই৷ মানুষ ওদের ছেড়ে দেবে না- দেশ থেকে বেরনোর জন্য বিমানেও উঠতে পারবে না৷’’
advertisement
ইমরানের শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই৷ জেলের অন্দর সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে৷ সূত্রের খবর, ক্রমাগত চাপ, অত্যাচার এবং দেখা করতে না দেওয়াই এর পিছনে কারণ বলে দাবি তাদের৷
advertisement
এর আগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো৷ কিন্তু, সেখানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হতো বলে জানা গিয়েছে৷ এরমধ্যে ইমরান খানের বোনেরা তাঁদের দাদার সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 28, 2025 5:00 PM IST

