পাক-প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ইমরান খান, নাগরিক দায়বদ্ধতাই প্রথম লক্ষ্য

Last Updated:

১৯৯২ সালে দেশকে ক্রিকেটে এনে দিয়েছিলেন বিশ্বকাপ যা পাকিস্তানের একমাত্র ক্রিকেট বিশ্বকাপ । ১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেন

#ইসলামাবাদ:  আজ পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেনতেহরিক-ই-ইনসাফ নেতা ও প্রাক্তন ক্রিকেটার ইমরান খান । সকাল ৯:৩০ নাগাদ পাক প্রেসিডেন্ট মাম্নুন হাসানের তত্ত্বাবধানে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ।
১৯৯২-এর বিশ্বকাপ জয়ী পাক ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইমরান । রাজনীতিতে যোগদান করার প্রায় দু'দশক পর প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন ইমরান । শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানান হয়েছে ।
advertisement
ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুও উপস্থিত থাকবেন শপথ গ্রহণ সভায় । শুক্রবারেই পাকিস্তানে পৌঁছে গিয়েছেন তিনি । আমন্ত্রণ জানান হয়েছিল কপিল দেব ও সুনীল গাভাসকরকেও । ব্যক্তিগত কারণে যেতে পারবেন না কপিল দেব । চলতে থাকা টেস্ট-সিরিজের কমেন্টারীর জন্য যেতে পারবেন না গাভাসকারও ।
advertisement
শুক্রবার আইনসভার ভোটগ্রহণ পর্বে পাকিস্তান মুসলিম লীগ নাওয়াজ-এর প্রার্থী শাহবাজ শরিফকে হারিয়ে পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হবেন ইমরান ।
নাগরিক দায়বদ্ধতাই হতে চলেছে প্রধান লক্ষ্য । গত ৭০ বছর ধরে দেশকে যথেচ্ছভাবে শোষণ করে চলেছেন একদল মানুষ ও এই কাজ বন্ধ করাই তাঁর মূল লক্ষ্য, জানিয়েছেন ইমরান । দেশকে অর্থনৈতিক দিয়ে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান ইমরান । অন্য দেশের নির্ভরশীলতা হ্রাস করে দেশের অর্থনীতির দিকে নজর দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করেন ইমরান। তামাম দুনিয়া মনে করে পাকিস্তানের শাসক মানেই স্বৈরাচারী ও একনায়কতন্ত্রই সেখানকার প্রথা কিন্তু তা সত্যি নয়, প্রধানমন্ত্রী হয়ে এই ধারণাই বদলাতে চান ইমরান ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাক-প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন ইমরান খান, নাগরিক দায়বদ্ধতাই প্রথম লক্ষ্য
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement