সীমান্তের কাঁটাতার পেরিয়ে ফের পাকিস্তান থেকে এল ইমরানের নিমন্ত্রণ

Last Updated:

ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মোড়

#ইসলামাবাদ : পাকিস্তানের তথ্যমন্ত্রের পক্ষে থেক ফওয়াদ চৌধরী শুক্রবার জানিয়েছেন পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী নভোজত সিং সিধু যাচ্ছেন পাকিস্তানে ৷
বহুদিনের প্রতীক্ষিত ভারত -পাক দ্বিপাক্ষিক সম্পর্কের মাইলস্টোন পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে যে কাজকে সেই কাটারপুর বর্ডার করিডরের উদ্বোধনের কাজ হবে ৷ আর তাতেই নিমন্ত্রিত সিধু ৷ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়েও সিধুকে নিমন্ত্রণ করেছিলেন ইমরান ৷ এবারেও তাঁর বন্ধুকে নিমন্ত্রণ করলেন ৷
ইমরান খানই উদ্বোধন করবেন এই কাটারপুর বর্ডার করিডর ৷ নভেম্বরের ২৮ তারিখ পাকিস্তানের দিক থেক সীমান্ত পেরোনের ক্ষেত্রে এই পথ ব্যবহারের শুরু হবে ৷ এরই সূত্র ধরে দ্বিতীয়বার পাকিস্তানে যাবেন সিধু ৷
advertisement
advertisement
(Photo: Reuters) (Photo: Reuters)
এদিকে পাক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সিধু জানিয়েছেন তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন ৷ পাকিস্তানি বন্ধ‌ু যখনই তাঁকে ডাকবেন তখনই তিনি সেখানে যাবেন  ৷ সিধু বলেছেন, ‘‘ আনন্দ ব্যক্ত করার আমার ভাষা নেই ৷ ’’
advertisement
শিখ সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই ধার্মিক করিডরের দাবি জানিয়ে আসছে ৷ যাতে ভারতীয় সীমান্তের গুরদাসপুর  ও পাকিস্তানের ঐতিহাসিক গুরুদ্বার যুক্ত হওয়ার কথা ৷ এর ফলে দু‘দেশের নিজের নিজের জায়গার উন্নয়নও হবে মনে করা হচ্ছে ৷
বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পঞ্জাবের ডেরা বাবা নানককে আন্তর্জাতিক সীমান্তের সঙ্গে যুক্ত করার বিষয়ে সিলমোহর পড়ে ৷ এই রাস্তা খুলে যাওয়ার পর ভারতীয়রা পাকিস্তানের কাটারপুরে গুরুদ্বার দরবার সাহিব দর্শন করতে যেতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সীমান্তের কাঁটাতার পেরিয়ে ফের পাকিস্তান থেকে এল ইমরানের নিমন্ত্রণ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement