Kerala Flood : ট্যুইট করলেন ইমরান, ভারতের বিপদে সঙ্গে আছে পাকিস্তান
Last Updated:
কেরলের বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
#ইসলামাবাদ: গত কয়েকদিন ধরেই সারা দেশের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী কেঁদেচে কেরলের বন্যায় ভয়াবহতা দেখে ৷ গ্রামের পর গ্রাম তলিয়েছে জলের নীচে ৷ মানুষ থেকে প্রাণী কেউই রেহাই পায়নি প্রকৃতি হাত থেকে ৷ এ যেন প্রকৃতির নির্মম রূপের সামনে আসহায় আত্মসমপর্ণ ৷
On behalf of the people of Pakistan, we send our prayers and best wishes to those who have been devastated by the floods in Kerala, India. We stand ready to provide any humanitarian assistance that may be needed.
— Imran Khan (@ImranKhanPTI) August 23, 2018
advertisement
কেরলের বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তিনি তাঁর দেশের পক্ষ থেকে বন্যায় দুর্গত মানুষের জন্য প্রার্থনা করেছেন ৷ সবাই যেন সুস্থ ও স্বাভাবিক থাকে সেই প্রার্থনাই করেছেন সঙ্গে যে কোনও মানবিক সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ সওয়াল করেছেন মানবিকতার পক্ষেই ৷
advertisement
এর উত্তরে এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে প্রতিবেশী রাষ্ট্রের এ হেন মানবিকতায় পরিপূর্ণ ব্যবহার কিছুটা হলেও দু'দেশের সাধারণ মানুষকে কিছুটা হলেও শান্তি দেবে ৷ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির সেতু হয়ত একদিন নির্মাণ করা হবে ৷ সেই আশাতেই বুক বাঁধছে আগামী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2018 8:43 PM IST