Pakistan Gets IMF Fund: ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!

Last Updated:

আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে পাকিস্তানকে নতুন করে আর্থিক সাহায্য করা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ভারত৷ ভোটদান থেকেও বিরত থাকে ভারত৷

আইএমএফ-এর সিদ্ধান্তকে  স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷
আইএমএফ-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ পাকিস্তানকে আরও ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল৷ শুক্রবার এমনই দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর৷ উন্নয়নের খাতে পাওয়া টাকা পাকিস্তান জঙ্গিদের সাহায্য করতে ব্যয় করে, এই অভিযোগ তুলে নতুন করে পাকিস্তানকে অর্থ বরাদ্দ না করার জন্য আইএমএফ-এর কাছে দাবি জানিয়েছিল ভারত৷ যদিও ভারতের এই অভিযোগকে গুরুত্ব দিল না আইএমএফ৷
শুধুমাত্র চলতি এক্সটেন্ডেড ফান্ড প্রোগ্রাম (ইএফএফ)-এর অধীনে আরও ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যই নয়, নতুন করে আরও ১.৩ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের জন্য পাকিস্তানের আর্জিও গ্রহণ করেছে আইএমএফ৷
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতি অনুযায়ী, আইএমএফ-এর এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷ তিনি দাবি করেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাঁদের দেশ উন্নয়নের পথে এগোচ্ছে৷
advertisement
advertisement
পাকিস্তানকে আইএমএফ যে অর্থ সাহায্য করে, তার কার্যকারিতা পাকিস্তানের ক্ষেত্রে কতটা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ভারত৷ উন্নয়নের খাতে পাওয়া এই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দিয়ে পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপে ঢালছে বলেও অভিযোগ করেছিল ভারত৷
আইএমএফ-এর বোর্ড মিটিংয়ে পাকিস্তানকে নতুন করে আর্থিক সাহায্য করা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ভারত৷ ভোটদান থেকেও বিরত থাকে ভারত৷
advertisement
ভারত এ দিন যুক্তি দেয়, ১৯৮৯ সাল থেকে গত ৩৫ বছরের মধ্যে ২৮ বছর আইএমএফ পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ করেছে৷ যদিও যে শর্তে সেই অর্থ সাহায্য করা হয়েছিল অতীতে তা পূরণ করার ক্ষেত্রে এবং টাকা সঠিক ভাবে কাজে লাগানোর ক্ষেত্রে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ বলে যুক্তি দেয় ভারত৷
ভারত আরও যুক্তি দেয়, অতীতে পাওয়া সব টাকা যদি পাকিস্তান সঠিক ভাবে কাজে লাগাত তাহলে তাদের আর নতুন করে ধার চাইতে হত না৷ পাকিস্তান সরকারের নীতি নির্ধারণ এবং আর্থিক সংস্কার সংক্রান্ত সিদ্ধান্তে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টিও তুলে ধরে ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Gets IMF Fund: ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement