Science News: হঠাৎ করে সমুদ্রের জলের উচ্চতা বাড়লে কী হবে? বিজ্ঞানীরা বলছেন, ভেসে যাবে প্রাণের শহর
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Science News: শুধু সমুদ্রের জলের উচ্চতাই নয়। আসলে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান।
নয়াদিল্লি: জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সমুদ্রে জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় অনেক শহর ডুবে যাওয়ার সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছে। তবে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধির এটাই একমাত্র বিপদ নয়। এ ছাড়া সাম্প্রতিক এক গবেষণায় আরও বড় ঘটনার দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির জন্য বড় সমস্যা হচ্ছে ২০৫০ সাল নাগাদ বিশ্বের শীর্ষস্থানীয় বন্দরগুলোকে আর কার্যকর রাখা যাবে না। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, এর কারণ শুধু সমুদ্রের জলের উচ্চতাই নয়। আসলে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান।
সমীক্ষায় দেখা গিয়েছে যে জলবায়ু পরিবর্তনের কারণে জলের উচ্চতা বৃদ্ধির কারণে বিশ্বের এই প্রধান বন্দরগুলো আগামী ২৭ বছরে আর কাজ করতে পারবে না। লয়েডস রেজিস্ট্রার এবং লয়েডস রেজিস্ট্রার ফাউন্ডেশনের গ্লোবাল মেরিটাইম ট্রেন্ডস ২০৫০-এর গবেষণায় বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তন শিপিং সেক্টরের জন্য একটি বড় আশঙ্কার কারণ হয়ে উঠছে। ,
advertisement
advertisement
সমীক্ষা জানিয়েছে যে বিশ্বের বন্দরগুলি ইতিমধ্যেই আবহাওয়ার ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার মধ্যে বিশ্বের অন্যতম ব্যস্ততম জলপথ পানামা খালে খরা-বিধ্বস্ত হওয়ার ঘটনাও রয়েছে৷ প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিশ্বের মোট ৩,৮০০টি বন্দরের মধ্যে এক তৃতীয়াংশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত যা জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির সাক্ষী।
আরও পড়ুন – পুজোয় বাজারে ইলিশ সস্তা হবে? ব্যবসায়ীরা দিলেন বড় খবর, শুনলে আপনারই লাভ
বিশ্বের সবচেয়ে ভঙ্গুর বন্দরের তালিকায় রয়েছে চিনের সাংহাই, নেদারল্যান্ডের হিউস্টন এবং মেক্সিকোর লাজারো কার্ডেনাস যেটি বিশ্বের বৃহত্তম বন্দরগুলোর একটি। জলের স্তর মাত্র ৪০ সেন্টিমিটার বাড়লে ২০৫০ সালের মধ্যে এই বন্দরগুলি অকেজো হয়ে যাবে। আর একই সঙ্গে বিশ্বের অন্যান্য বন্দরের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হবে।
advertisement
এমন কী প্রতিবেদনে বলা হয়েছে যে নেদারল্যান্ডে অবস্থিত রটারডামের মতো কিছু বন্দর ইতিমধ্যেই প্রভাবিত হতে শুরু করেছে এবং চাপের মধ্যে পড়তে শুরু করেছে। এর ফলে সমুদ্র বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলি এবং পরে বাকি দেশগুলিতে।
বিশেষজ্ঞরা বলছেন, আমদানি ও বাজারের চাহিদা মেটাতে হলে এসব বন্দরের লজিস্টিক বা পরিকাঠামোর কার্যকারিতা বাড়াতে হবে। সাংহাইয়ের মতো বন্দরগুলি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ গবেষকরা বলছেন হল্যান্ডের মাসল্যান্ড ব্যারিয়ার এবং লন্ডনের টেমস ব্যারিয়ারের মতো বন্যা প্রতিরক্ষা ব্যবস্থাও সাংহাইতে কার্যকর হতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2023 9:54 PM IST