জো বাইডেন জিতলে ক্ষমতা দখল করবে ‘কমিউনিস্ট’ কমলা! আশঙ্কা ট্রাম্পের
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কমলা হ্যারিসের মধ্যে কমিউনিজমের ভূত দেখতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস আমেরিকার সর্বোচ্চ পদে সহকারি হয়ে বসতেও পারেন এবারের নির্বাচনের পর। কিন্তু তার জন্য মার্কিন নির্বাচনে পরাস্ত হতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। এখন আমেরিকায় চলছে শেষ মুহূর্তের প্রচার। সেখানেই কমলা হ্যারিসকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, যদি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন মার্কিন নির্বাচনে জয় লাভ করেন, তাহলে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার তিন মাসের মধ্যে কমলা হ্যারিস প্রেসিডেন্টের পদ দখল করে নেবেন।
এর পাশাপাশি কমলা হ্যারিসের মধ্যে কমিউনিজমের ভূত দেখতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় যেভাবে বিডেন ও কমলা হ্যারিস কথা বলেছেন, তাতে স্পষ্ট কমলা একজন কমিউনিস্ট। তিনি চান দেশের সীমান্ত খুলে দিতে। দেশের মধ্যে তাতে আরও বেশি করে সন্ত্রাসবাদী, অপরাধীরা এসে প্রবেশ করবে। আর আমি জানি, বাইডেন জিতলে দু’মাসের মধ্যে প্রেসিডেন্টের পদ দখল করে বসবে কমলা হ্যারিস। জো বিডেন দু’মাসের বেশি টিকবেন না বলেই মনে করছেন ট্রাম্প। তারপরেই ক্ষমতা দখল করবেন কমলা হ্যারিস। এমনই আশঙ্কা দেখা দিয়েছে ট্রাম্পের মনে।
advertisement
ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে কথা বলতে গিয়ে ওই পদপ্রার্থী মাইক পেন্স বলেছেন, ‘এটি দু’জন প্রার্থীর মধ্যে একটা আলোচনা ছিল এমনটা কিন্তু নয়। এটি ছিল দুটি আদর্শের মধ্যে একটা আলোচনা, দুটি দর্শণের মধ্যে আলোচনা। জো বাইডেন ও কমলা হ্যারিসরা কর বাড়িয়ে দিতে চান, সীমান্ত খুলে দিতে চান, সামরিক খাতে খরচ কমাতে চান, এমনক সুপ্রিম কোর্টকেও পকেটে পুরতে চান। তাই সকাল সকাল একটা কথা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প যে কাজ করেছেন আমেরিকার জন্য, সেটাই প্রমাণ করে এই আলোচনায় জয় পেয়েছেন তিনি।’
advertisement
advertisement
এর আগে ভ্যাকসিন নিয়ে কমলা হ্যারিস মুখ খুলেছিলেন ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে। গতকাল ট্রাম্পের আশ্চর্য উক্তি যে, ‘করোনা ভগবানের দান’–এর পরেই কমলা স্পষ্ট জানিয়ে দেন, ট্রাম্প সরকার যে করোনা টিকার ঘোষণা করবে, তাতে তাঁর বিন্দুমাত্র ভরসা নেই। তিনি সেই টিকা কোনওদিন নেবেন না। তাঁর কথায়, ট্রাম্পের কথায় বিশ্বাস নেই তাঁর। চিকিৎসকদের আশ্বাস পেলে তবেই প্রতিষেধক নেবেন তিনি। তাঁর দাবি, ট্রাম্পকে কে কি আদৌ বিশ্বাস করা যায়?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2020 8:14 AM IST