সমুদ্র-সৈকতে ছড়িয়ে রয়েছে লাখ লাখ ডিম ! কোথা থেকে এল এগুলি ?

Last Updated:

ডিম গুলির এক একটা পেল্লাই সাইজ ৷ এ কোন প্রাণীর ডিম ?

#হেলসিঙ্কি: একটা-দু’টো নয় ৷ একেবারে লাখ লাখ ডিম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সমু্দ্র-সৈকতে ৷ এমন দৃশ্য দেখে সকলেই হাঁ ! একসঙ্গে এত ডিম হঠাৎ এল কোত্থেকে ? ডিম গুলির এক একটা পেল্লাই সাইজ ৷ এ কোন প্রাণীর ডিম ? পেঙ্গুইন নাকি কচ্ছপের ? অনেকে তো মজা করে বলছেন ডাইনোসরেরও হতে পারে এই সব ডিম !
তবে খুব বেশি সময় লাগেনি, আসলটা জানতে ৷ এগুলো আসলে ডিম নয় ৷ বরফ ! ফিনল্যান্ডের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, ফিনল্যান্ডের এই সমুদ্র-সৈকতে বরফ জমে শক্ত হয়ে সমুদ্রের নোনা হাওয়ার সংস্পর্শে এলে এমন ডিমের মতো আকার নেয়। তবে বরফ জমে কেন এমন আকার নেয় তার সঠিক কারণ বা সূত্র নেই।
সারি সারি ডিম ছেয়ে রয়েছে ফিনল্যান্ডের হাইলুয়তো দ্বীপের উপকূল জুড়ে। বরফের ডিম। এমনও হয় ? আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন, তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে এবং একই সঙ্গে জলের তাপমাত্রা ‘ফ্রিজিং পয়েন্ট’-এ পৌঁছলে এমন বরফ-ডিম তৈরি হতে পারে। তার সঙ্গে অবশ্য আরও কিছু উপসর্গ যোগ হয়। যেমন, সৈকতের লবণাক্ত ঢালু জমি, শান্ত ঢেউ এবং নোনা হাওয়া। এই সবকিছু মিলে গেলে বরফ জমে এমন চকচকে ডিমের আকার নেয়।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
সমুদ্র-সৈকতে ছড়িয়ে রয়েছে লাখ লাখ ডিম ! কোথা থেকে এল এগুলি ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement