পৃথিবী ছেড়ে মহাকাশেও নোংরা ছড়াচ্ছে মানুষ! ৭ হাজার কেজি আবর্জনা উদ্ধার

Last Updated:

Humans Have Dumped Trash On Mars : পৃথিবী ছেড়ে মহাকাশেও  এবার আবর্জনা ফেলে আসছে মানুষ ৷

#নয়াদিল্লি : মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই ৷ প্রথম থেকেই মহাকাশ নিয়ে মানব জাতির জিজ্ঞাসা  অনেক ৷ তাই , গবেষণার জন্য  মহাকাশে পারিও দিয়েছে মানুষ ৷ কিন্তু, শুধু গবেষণাই নয় মহাকাশে গিয়ে এবার আবর্জনাও ফেলে আসছে মানবজাতি ৷  জানা গিয়েছে, মঙ্গল গ্রহে প্রায় ৭০০০ কেজি আবর্জনার খোঁজ পেয়েছে নাসার বিজ্ঞানীরা ৷ পৃথিবীর আবর্জনার ফলে তো ইতিমধ্যেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানবজাতি সহ একাধিক জীবকে ৷ কিন্তু পৃথিবী ছেড়ে মহাকাশেও এবার আবর্জনা ফেলে আসছে মানুষ ৷ এই বিস্ময়কর ঘটনায় তাজ্জব বিশ্ব ৷
advertisement
advertisement
মঙ্গল গ্রহ নিয়ে চিরকাল উৎসাহ রয়েছে বিজ্ঞানীদের ৷ এই লাল গ্রহে প্রাণের উৎস থাকতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা ৷ এই লাল গ্রহে এখনও পর্যন্ত পা না রাখলেও ইতিমধ্যেই রোবোটিক গবেষণা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা ৷ এবং গবেষকরা অনুমান করছেন  ২০৩০ সাল নাগাদ মঙ্গলে  নাকি পারিও  দিতে পারবে মানুষ ৷
advertisement
কিন্তু মঙ্গলে পাওয়া আবর্জনার ফলে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা ৷ ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টের এক গবেষক ফেলো ক্যাগ্রি কিলিক জানিয়েছেন, মানুষের রোবোটিক অনুসন্ধানের  ফলেই আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে ৷   ড. কিলিক আরও জানিয়েছেন মূলত তিনটি কারণে আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে৷
advertisement
এই তিনটি কারণ হল বাতিল হার্ডওয়্যার , নিষ্ক্রিয় মহাকাশযান , ও বিধ্বস্ত মহাকাশযান ৷ বিভিন্ন কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠিয়েছে মানুষ ৷ এইসব গবেষণার কারণেই এই বিপূল পরিমান আবর্জনা সৃষ্টি হয়েছে মঙ্গলগ্রহে ৷ আবর্জনার আরও একটি বড় উৎস হল ধ্বংশ হওয়া মহাকাশযানের টুকরো ৷  ড. কিলিকের মতে এই বিশাল পরিমান আবর্জনা পরবর্তী মঙ্গল মিশনগুলিতে অত্যন্ত সমস্যার সৃষ্টি করতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবী ছেড়ে মহাকাশেও নোংরা ছড়াচ্ছে মানুষ! ৭ হাজার কেজি আবর্জনা উদ্ধার
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement