পৃথিবী ছেড়ে মহাকাশেও নোংরা ছড়াচ্ছে মানুষ! ৭ হাজার কেজি আবর্জনা উদ্ধার

Last Updated:

Humans Have Dumped Trash On Mars : পৃথিবী ছেড়ে মহাকাশেও  এবার আবর্জনা ফেলে আসছে মানুষ ৷

#নয়াদিল্লি : মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই ৷ প্রথম থেকেই মহাকাশ নিয়ে মানব জাতির জিজ্ঞাসা  অনেক ৷ তাই , গবেষণার জন্য  মহাকাশে পারিও দিয়েছে মানুষ ৷ কিন্তু, শুধু গবেষণাই নয় মহাকাশে গিয়ে এবার আবর্জনাও ফেলে আসছে মানবজাতি ৷  জানা গিয়েছে, মঙ্গল গ্রহে প্রায় ৭০০০ কেজি আবর্জনার খোঁজ পেয়েছে নাসার বিজ্ঞানীরা ৷ পৃথিবীর আবর্জনার ফলে তো ইতিমধ্যেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানবজাতি সহ একাধিক জীবকে ৷ কিন্তু পৃথিবী ছেড়ে মহাকাশেও এবার আবর্জনা ফেলে আসছে মানুষ ৷ এই বিস্ময়কর ঘটনায় তাজ্জব বিশ্ব ৷
advertisement
advertisement
মঙ্গল গ্রহ নিয়ে চিরকাল উৎসাহ রয়েছে বিজ্ঞানীদের ৷ এই লাল গ্রহে প্রাণের উৎস থাকতে পারে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা ৷ এই লাল গ্রহে এখনও পর্যন্ত পা না রাখলেও ইতিমধ্যেই রোবোটিক গবেষণা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা ৷ এবং গবেষকরা অনুমান করছেন  ২০৩০ সাল নাগাদ মঙ্গলে  নাকি পারিও  দিতে পারবে মানুষ ৷
advertisement
কিন্তু মঙ্গলে পাওয়া আবর্জনার ফলে ইতিমধ্যেই চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা ৷ ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টের এক গবেষক ফেলো ক্যাগ্রি কিলিক জানিয়েছেন, মানুষের রোবোটিক অনুসন্ধানের  ফলেই আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে ৷   ড. কিলিক আরও জানিয়েছেন মূলত তিনটি কারণে আবর্জনার সৃষ্টি হয়েছে এই লাল গ্রহে৷
advertisement
এই তিনটি কারণ হল বাতিল হার্ডওয়্যার , নিষ্ক্রিয় মহাকাশযান , ও বিধ্বস্ত মহাকাশযান ৷ বিভিন্ন কারণে মঙ্গলে মহাকাশ যান পাঠিয়েছে মানুষ ৷ এইসব গবেষণার কারণেই এই বিপূল পরিমান আবর্জনা সৃষ্টি হয়েছে মঙ্গলগ্রহে ৷ আবর্জনার আরও একটি বড় উৎস হল ধ্বংশ হওয়া মহাকাশযানের টুকরো ৷  ড. কিলিকের মতে এই বিশাল পরিমান আবর্জনা পরবর্তী মঙ্গল মিশনগুলিতে অত্যন্ত সমস্যার সৃষ্টি করতে পারে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পৃথিবী ছেড়ে মহাকাশেও নোংরা ছড়াচ্ছে মানুষ! ৭ হাজার কেজি আবর্জনা উদ্ধার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement