Kenya Unrest: কেনিয়ায় কর বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, সংসদ ভবনে আগুন ধরাল জনতা

Last Updated:

Kenya Unrest: রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা কেনিয়ার পার্লামেন্টের কিছু অংশে আগুন দিয়েছে। ঢুকতে দেওয়ার জন্য তাঁরা পুলিশের ওপর হামলা করছে।

নাইরোবি: আফ্রিকার দেশ কেনিয়ায় কর বৃদ্ধির বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছে৷ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ৷ এমনকি পার্লামেন্টেও হামলা হয়েছে। অনেক জায়গায় আগুন লাগানো হয়েছে। রাজধানী নাইরোবিতে অশান্তি সৃষ্টিকারী লোকজনকে শান্ত করার জন্য, পুলিশকে গুলি চালাতে হয়েছে, যাতে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আন্দোলনকারীরা বিলের বিরোধিতা করে বলছেন, এটি কার্যকর হলে অনেক ধরনের কর বাড়বে।
রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা কেনিয়ার পার্লামেন্টের কিছু অংশে আগুন দিয়েছে। ঢুকতে দেওয়ার জন্য তাঁরা পুলিশের ওপর হামলা করছে। এসময় পুলিশ বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। তাদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। লাঠি দিয়ে আঘাত করা হয়। পুলিশ সদস্যরা বাধা দিতে না পারলে তারা গুলি চালায়। হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টে প্রবেশ করেছে। হামলা দেখে সেখানকার সংসদ সদস্যরা হাউস খালি করেন। বিষয়টি নাইরোবিতে এতটাই বেড়ে যায় যে পুলিশকে এমনকি বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে হয়।
advertisement
advertisement
প্রকৃতপক্ষে, কেনিয়া সরকার একটি বিতর্কিত অর্থ বিল অনুমোদন করেছে, যা বাস্তবায়ন হলে দেশে কর বৃদ্ধি পাবে। সরকার বলছে, দেশের ওপর থেকে বড় ঋণের বোঝা কমাতে চায়। তিনি এই ট্যাক্সের মাধ্যমে অতিরিক্ত ২.৭ বিলিয়ন ডলার সংগ্রহ করতে চান, কারণ দেশের ঋণ এত বেশি যে সরকারি কোষাগারের ৩৭ শতাংশ ব্যয় হয় শুধুমাত্র সুদ পরিশোধে। মানুষ শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছে। কিন্তু এই বিল অনুমোদনের সঙ্গে সঙ্গেই মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পার্লামেন্টে হামলা করেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kenya Unrest: কেনিয়ায় কর বৃদ্ধি নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, সংসদ ভবনে আগুন ধরাল জনতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement