ভয়ঙ্কর দুর্ঘটনা ! সৌদি আরবের বিনোদন পার্কে ধাক্কা লেগে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘৩৬০ ডিগ্রি রাইড’, ভিডিও ভাইরাল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Saudi Arabia Ride Collapsed: একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন ৷ একটি ক্যারোসেল রাইড ভেঙে পড়লে ভালমতোই আহত হন যাঁরা ওই রাইডে চড়েছিলেন ৷ ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
তইফ, সৌদি আরব: সৌদি আরবে সাংঘাতিক দুর্ঘটনা ! সে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তইফের একটি বিনোদন পার্কে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন ৷ একটি ক্যারোসেল রাইড ভেঙে পড়লে ভালমতোই আহত হন যাঁরা ওই রাইডে চড়েছিলেন ৷ ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) রাতে পার্কটির ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি রাইড চলাকালীন মাঝপথে ভেঙে নীচে পড়ে যায়। এই ঘটনায় ২৩ জন ভালমতোই আহত হলেও তাঁরা মৃত্যুর মুখ থেকেই বেঁচে ফিরেছেন ৷ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে ভেঙে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে। এতে অনেকেই সিট থেকে ছিটকে পড়ে যান ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান তাঁরা ৷
advertisement
advertisement
আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজানক বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পরপরই পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ কী করে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর ৷
advertisement
তইফের এই দুর্ঘটনা পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এই ধরনের রাইড চালানোর আগে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার অভাব নিয়ে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্কটি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 4:29 PM IST