#ওয়াশিংটন: ইতিহাস গড়লেন হিলারি ক্লিন্টন ৷ মঙ্গলবার নিরঙ্কুশভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি ৷ হিলারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৷ চার হাজার ৭৬৪ জন সদস্যের সমর্থন পেয়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোননীত হয়েছেন তিনি ৷
তাঁর নাম প্রস্তাব করেছিলেন সেনেটে ডেমোক্র্যাটিক পার্টির প্রথম মহিলা সদস্য বারবারা এ মিকুলস্কি। তিনি জানান, ‘অনেকেই অনেক বাধা অতিক্রম করেছেন ৷ বহু বাধা ভেঙেছেন ৷ কেউ প্রথম কলেজে গিয়েছেন তো কেউ নতুন ব্যবসা শুরু করেছেন ৷ কিন্তু আপনি যখন কোনও বাধা ভেঙেছেন আপনি সেটা আপনার জন্য নয় অন্যদের জন্য করেছেন যাতে তাদের আর ওই বাধা পেতে না হয় ৷ আর সেটাই হিলারি করতে চায় ৷ ’ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর হিলারি ট্যুইট করে জানান, ‘এই জয় সমস্ত ছোট ছোট মেয়েদের জন্য যারা নিজেদের জীবনে বড় কিছু করে দেখানোর স্বপ্ন দেখে ৷’ অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Bill Clinton, Democratic, Democratic National Convention, Donald Trump, ETV News Bangla, First Woman White House Nominee, Hillary Clinton, US Presidential Elections 2016, হিলারি ক্লিন্টন