ইমেল বিতর্কে হিলারিকে ক্লিনচিট FBIয়ের

Last Updated:

হোয়াইট হাউসে কে প্রবেশ করছে তার চুড়ান্ত ফল ঘোষণার আগেই চওড়া হল হিলারির হাসি ৷

#ওয়াশিংটন: হোয়াইট হাউসে কে প্রবেশ করছে তার চুড়ান্ত ফল ঘোষণার আগেই চওড়া হল হিলারির হাসি ৷ যুদ্ধ জয়ের চুড়ান্ত পর্যায়ের আগেই প্রতিপক্ষের প্রধান অস্ত্র ভোঁতা ৷ ইমেল বির্তকে হিলারিকে ক্লিনচিট দিল FBI ৷ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই স্বস্তি পেলেন হিলারি ক্লিন্টন ৷ এই খবরে খুশি ডেমোক্র্যাটরাও ৷
মার্কিন বিদেশসচিব পদে কাজ করার সময় নিয়মবিরুদ্ধভাবে সরকারি সার্ভারের বদলে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করার অভিযোগ উঠেছিল হিলারির বিরুদ্ধে ৷ ২০১৫ সালে হিলারিই ই-মেল ব্যবহারের অনিয়ম প্রকাশ্যে আসে ৷ যদিও ততদিনে বিদেশ সচিব পদে ইস্তফা দিয়ে দিয়েছেন হিলারি ৷ ২০১২ সালেই বিদেশ সচিব পদ ত্যাগ করে রাজনীতিতে আসেন ক্লিন্টন ৷
প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেন চলাকালীন বারবার এই বিষয়টি নিয়ে হিলারিকে আক্রমণ করে এসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ এই ঘটনার তদন্তভার ছিল FBI-এর হাতে ৷ নির্বাচনের চুড়ান্ত পর্বের মাত্র ১১ দিন আগে নতুন করে হিলারির কয়েকটি ইমেল-এর সন্ধান পায় FBI-এর তদন্তরকারীরা ৷ নতুন করে শুরু হয় তদন্ত ৷ হাতে নতু অস্ত্র পেয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী হিলারির প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৷
advertisement
advertisement
তদন্ত শেষে FBI- ডিরেক্টর জেমস কোমে রবিবার জানিয়েছেন, এজেন্সি নতুন ইমেলগুলি পরীক্ষা করে দেখেছে ৷ এতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি ৷ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন সম্পর্কে আগে এজেন্সির যে মতামত ছিল এখনও তা একই আছে ৷ সরকারি সার্ভারের বদলে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করার জন্য হিলারির জন্য কোনও ক্রিমিনাল চার্জ গঠন করা হবে না ৷ কাজটি নিয়মবিরুদ্ধ হলেও কোনও গুরুতর অপরাধ তিনি করেননি ৷
advertisement
এদিন FBI সাফ জানিয়ে দেয় যে, হিলারি গাফিলতি করলেও বিদেশ সচিব থাকাকালীন কোনও দুর্নীতি করেননি ৷
ভয়ঙ্কর অপরাধ করে হিলারি পার পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এফবিআই জানে হিলারি অপরাধী। নির্বাচনের আগে একটি জনসভায় তিনি দাবি করেন, ৮ দিনে সাড়ে ৬ লক্ষ ই মেল খতিয়ে দেখা সম্ভব নয়। হিলারি অভিযোগ থেকে মুক্ত খবর প্রকাশিত হতেই চাঙ্গা মার্কিন শেয়ার বাজার।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইমেল বিতর্কে হিলারিকে ক্লিনচিট FBIয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement