Heatwave Alert: বিশ্বাস হয়? বিমানবন্দরের তাপমাত্রা নাকি ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস, কোথায়, কেন হল

Last Updated:

Heatwave Alert: ইউএস স্টর্মওয়াচ থেকে কলিন ম্যাকার্থির মতে, ইরানের বিমানবন্দরে তাপ সূচক  ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৫২ ডিগ্রি ফারেনহাইট  রিপোর্ট করেছে। দেখে নিন সেই ভয় দেখানো ভাইরাল ট্যুইট৷

ইরানের বিমানবন্দরে তাপ সূচক  ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৫২ ডিগ্রি ফারেনহাইট
ইরানের বিমানবন্দরে তাপ সূচক  ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৫২ ডিগ্রি ফারেনহাইট
নয়াদিল্লি: চারদিকে যা হচ্ছে সেই সব খবর দেখলে বা পড়লে কে বলবে এগুলো বিভিন্ন সত্যি তথ্য, কোনও গল্প কথা নয়৷ বিশ্ব জুড়েই গ্লোবাল ওয়ার্মিংয়ের দাপটে বিভিন্ন জায়গা নাজেহাল৷ এরই একটি অত্যন্ত ভয়াবহ প্রমাণ ফের সামনে এল৷ যা আরও একবার এই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে আমারা বর্তমান বাসিন্দারা ঠিক কী করতে চাই৷ কারণ সম্প্রতি ইরানের একটি বিমান বন্দরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস!
প্রবল সর্বোচ্চ তাপমাত্রা এবং প্রচুর বায়ুমণ্ডলীয় আর্দ্রতার একসঙ্গে উপস্থিতিতে রবিবার ইরানের পারস্য উপসাগরীয় আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা নথিভুক্ত হয়েছে৷
ইউএস স্টর্মওয়াচ থেকে কলিন ম্যাকার্থির মতে, ইরানের বিমানবন্দরে তাপ সূচক  ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস বা ১৫২ ডিগ্রি ফারেনহাইট  রিপোর্ট করেছে।
advertisement
advertisement
দেখে নিন সেই ভয় দেখানো ভাইরাল ট্যুইট
কলিন ম্যাকার্থি  নিজের ট্যুইটে বলেছেন, “ইরানের পারস্য উপসাগরীয় আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুপুর ১২:৩০ এ ১৫২ ডিগ্রি ফারেনহাইট (৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস) তাপ সূচকের রিপোর্ট করা হয়েছে। এটি মানুষ/প্রাণীর জীবনের জন্য অসহনীয় অবস্থা৷’’ তিনি ১৬ জুলাই এই পোস্টটি করেছেন৷
advertisement
এই মহূর্তে সারা পৃথিবী সবচেয়ে বড় যে সব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল জলবায়ু পরিবর্তন৷  জলবায়ু পরিবর্তনেরই একটি বিশাল প্রত্যক্ষ প্রমাণ ক্রমবর্ধমান তাপমাত্রা৷ মানুষের কাজকর্মই এই পরিবর্তন দ্রুত ডেকে আনার অন্যতম কারণ, বিশেষ করে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস দ্রুত বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা৷
জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বনাঞ্চলের ধ্বংস সাধন, শিল্প  এবং কৃষি পদ্ধতি থেকে কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস উৎপাদন যা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই তাপ আটকে রাখছে। ফলস্বরূপ, গত শতাব্দী থেকেই গ্রহের গড় তাপমাত্রা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।
advertisement
আবহাওয়া কতটা গরম বা ঠাণ্ডা অনুভূত হয় তা গণনা করতে, আবহাওয়াবিদরা এমন সমীকরণ ব্যবহার করেন যা বায়ুর তাপমাত্রা এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় পরিবর্তনশীলকে ফ্যাক্টর একসঙ্গে করে হয়। গরম আবহাওয়ার প্রভাব অনুমান করার জন্য সর্বাধিক ব্যবহৃত পদ্ধতিগুলির মধ্যে একটিকে বলা হয় ‘তাপ সূচক’, যা বায়ুর তাপমাত্রা এবং আর্দ্রতাকে একত্রিত করে এটি মাপা হয়৷
advertisement
পারস্য উপসাগরের খুব উষ্ণ জল এবং সেখান দিয়ে প্রবাহিত আর্দ্র বাতাসের সাথে অভ্যন্তরীণ তাপের কম্বিনেশন তাপমাত্রা সহনশীলতার মাত্রা পেরিয়ে গেছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Heatwave Alert: বিশ্বাস হয়? বিমানবন্দরের তাপমাত্রা নাকি ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস, কোথায়, কেন হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement