নয়া কৌশল ইসলামাবাদের ! গোপন কোনও ডেরায় কুলভূষণ ?

Last Updated:
#লাহোর: কুলভূষণ যাদবকে নিয়ে নয়া কৌশল ইসলামাবাদের। সূত্রের খবর, লাহোর থেকে তাঁকে গোপন কোনও ডেরায় সরিয়ে নিয়ে গিয়েছে পাক এজেন্সিগুলি। গত সতেরোই জুলাই কুলভূষণ মামলায় দ্য হেগ-এর আন্তর্জাতিক ন্যায় আদালতে ধাক্কা খায় পাকিস্তান। তারপরই উনিশে জুলাই তাঁকে গোপন ডেরায় সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে কুলভূষণের স্বাস্থ্যের উন্নতির দিকেও পাক এজেন্সিগুলির নজর রয়েছে বলে সূত্র মারফত খবর। আন্তর্জাতিক মহলে মুখরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে কূটনৈতিক মহল।
কুলভূষণ মামলায় বহু প্রতীক্ষিত জয় ৷ চলতি বছরের ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতে ১৫-১ ভোটে জয় ভারতের ৷ কুলভূষণ মামলায় রায় ঘোষণা করে আন্তর্জাতিক ন্যায় আদালত ৷ রায়ে আদালত ভারতের দাবিকে মান্যতা দিয়ে জানিয়েছে, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ একইসঙ্গে পাকিস্তানকে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বিবেচনার নির্দেশ আন্তর্জাতিক ন্যায় আদালতের ৷ ভারতের আইনজীবীকে দেখা করতে দিতে হবে বলেও মত কোর্টের ৷
advertisement
এদিন কোড অফ প্রোটোকল মেনেই রায় দেয় আন্তর্জাতিক আদালত ৷ ভিয়েনা কনভেনশনের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রায় দেয় নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত ৷ কুলভূষণ নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করে আদালত এদিন জানায়, কুলভূষণের বিচারে অনর্থক দেরি করা হয়েছে ৷ আর এতেই লঙ্ঘিত হয়েছে ভিয়েনা চুক্তি ৷ রায় পুনর্বিবেচনায় আইনি পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ পদক্ষেপ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে সুবিধা পাবেন কুলভূষণ ৷ আদালতের নির্দেশ না মেনে পুর্নবিবেচনা না করে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না পাকিস্তান ৷
advertisement
advertisement
ভারতীয় চর ও বিস্ফোরণের ষড়যন্ত্র করার অভিযোগে পাকিস্তানে জেলে বন্দি কুলভূষণ। গুপ্তচরবৃত্তির দায়ে ২০১৭ সালের ১০ এপ্রিল পাক সামরিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল কুলভূষণকে। ইসলামাবাদের অভিযোগ, কুলভূষণ আদতে ভারতীয় গুপ্তচর। ইরান থেকে গোপনে পাকিস্তানে ঢুকেছিলেন। তাই ২০১৬-র ৩ মার্চ গ্রেফতার করা হয় তাঁকে। দিল্লির তরফে অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর নিজের ব্যবসার প্রয়োজনে ইরানে গিয়েছিলেন কুলভূষণ। সেই সময় আইএসআই তাঁকে অপহরণ করে বলে পাল্টা অভিযোগ তোলা হয়। কুলভূষণের মুক্তি চেয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল ভারত।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নয়া কৌশল ইসলামাবাদের ! গোপন কোনও ডেরায় কুলভূষণ ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement