Hamas Leader Killed: নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার! ৭ অক্টোবরের হামলার মাস্টারমাইন্ড, No 1 টার্গেটের মৃত্যুর খবর জানাল ইজরায়েল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hamas Leader Killed: হামাস নেতা এবং ৭ অক্টোবর থেকে ইজরায়েলের নম্বর 1 টার্গেট, ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar) নিহত। এমনটাই জানাচ্ছে ইজরায়েল।
ইজরায়েল: হামাস নেতা এবং ৭ অক্টোবর থেকে ইজরায়েলের নম্বর 1 টার্গেট, ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar) নিহত। এমনটাই জানাচ্ছে ইজরায়েল। তার মৃতদেহ শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে বলেই জানাচ্ছে ইজরায়েল কর্তৃপক্ষ। ইজরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।
খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াু জানিয়েছেন, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার (Yahya Sinwar) নিহত হয়েছেন। এর আগে, ইজরায়েলের সেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানানো হয়েছিল যে গাজায় আইডিএফের অপারেশনে ৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। তখন বলা হয়েছিল যে এই ৩ জঙ্গির মধ্যে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে আইডিএফ ও আইএসএ-র তরফে। এরপরেই প্রকাশ্যে এসেছে ইজরায়েল-হামাস যুদ্ধ ঘিরে এই চাঞ্চল্যকর খবর। এই তথ্য জানিয়েছে ‘টাইমস অফ ইজরায়েল’।
advertisement
Eliminated: Yahya Sinwar.
— Israel Defense Forces (@IDF) October 17, 2024
advertisement
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলার পর থেকেই গাজাকে কেন্দ্রকে হামাসকে টার্গেট করে যুদ্ধের ময়দানে নামে ইজরায়েল। বৃহস্পতিবার ইজরায়েলের তরফে বেঞ্জামিন নেতানিয়াহু জানান, হামাস প্রধান নিহত। বহু দিন ধরেই ইজরায়েলের কাছে প্রধান ‘মোস্ট ওয়ান্টেড’ ইয়াহা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2024 11:34 PM IST

