পেশায় হাতির ট্রেনার, হাফ ভারতীয় প্রিয়াঙ্কা এখন জাপানের সেরা সুন্দরী !
Last Updated:
পুরোটা ভারতীয় নয়, তবে যোগ রয়েছে ভারতের সঙ্গে ৷ তাই প্রিয়াঙ্কা যোশিকাওয়াকে ভারতের মেয়ে বলা যেতে পারে ৷
#টোকিও: পুরোটা ভারতীয় নয়, তবে যোগ রয়েছে ভারতের সঙ্গে ৷ তাই প্রিয়াঙ্কা যোশিকাওয়াকে ভারতের মেয়ে বলা যেতে পারে ৷ আদতে সে ইন্দো-জাপানি বংশোদ্ভুত ৷ সোমবার সেই মেয়ের মাথাতেই উঠল সেরা জাপানি সুন্দরীর মুকুট ৷ আর সঙ্গে সঙ্গেই বিতর্কের মধ্যমণি হয়ে উঠলেন প্রিয়াঙ্কা ৷
যারা পুরোপুরি ভাবে জাপানি নয়, তাদের বলা হয় হাফু ৷ এর আগে আরিয়ানা মিয়ামোতো-ও হাফু হয়ে কেড়ে নিয়েছিলেন সেরা সুন্দরীর মুকুট ৷ সেই আরিয়ানাকেই অনু্প্রেরণা করে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ হাফু হওয়ায় বেশ বিতর্কে পড়েছেন প্রিয়াঙ্কা ৷ দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমও ব্যাপারটিকে ভালো চোখে দেখেননি ৷
তবে বিতর্কের থেকেও প্রিয়াঙ্কাকে নিয়ে অন্য চমক ৷ প্রিয়াঙ্কা পেশায় হাতি ট্রেনার ৷ তবে মনের মধ্যে লুকিয়ে ছিল সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছে ৷
advertisement
advertisement
সংবাদ মাধ্যমকে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘ আমি জাপানি ৷ হতে পারে জন্মসূত্রে আমি কিছুটা ভারতীয়ও ৷ অনেকেই আমাকে এরক কারণে নানা কথা বলেন ৷ আমার পিতা ভারতীয় ৷ আর তার জন্য আমি গর্বিত ৷ আমাকে আমার দেশেই নানা কথা শুনতে হয়েছে ৷ আমি যখন অন্য দেশে গিয়েছি, কেউ আমার জন্ম সূত্র নিয়ে কথা বলেনি ৷’
advertisement
২২ বছর বয়সি প্রিয়াঙ্কা জানান, ‘আমি হাতির ট্রেনার ৷ এ বিষয়ে আমার লাইসেন্সও আছে ৷ আশা করি আমার নানা কাজের মধ্যে দিয়ে এই হাফু নিয়ে বিতর্ক, মানুষের ভাবনাটা বদলে যাবে ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2016 5:49 PM IST