Hajj 2021: প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়, করোনাকালে সংক্রমণ এড়াতে হজযাত্রীদের জন্য সবরকম ব্যবস্থা সৌদি আরবের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Hajj 2021 preparation: হজ ও উমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানান, হজের পবিত্র স্থানগুলোতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।
মক্কা: করোনাকালে হজ যাত্রা ৷ সংক্রমণ যাতে না ছড়ায় এবং হজযাত্রীরা যাতে কোনও সমস্যায় না পড়েন, তার জন্য সবরকম ব্যবস্থা করে রেখেছে সৌদি আরব সরকার ৷
সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত জানান, হজের পবিত্র স্থানগুলোতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। যথাসময়ে হজ যাত্রীদের মক্কায় পৌঁছনো শুরু হবে। সৌদির সরকারি-বেসরকারি ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের সহায়তায় হজের প্রস্তুতির কাজ চলছে।
হজ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে মক্কায় আবাসিক আবাসনের প্রস্তুতির কথাও জানিয়েছেন সৌদির হজ বিষয়ক মন্ত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানান, আরাফা প্রাঙ্গণে হজ যাত্রীদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে ৷ এ ছাড়া প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা রয়েছে ৷ যাতে কোনওভাবেই সমস্যায় না পড়তে হয় হজযাত্রীদের ৷
advertisement
advertisement
স্বাস্থ্যবিধি মেনে পরিবহণ ব্যবস্থা ও সোশ্যাল ডিস্টেন্সিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ৷ পাশাপাশি হজযাত্রীদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতেও যথেষ্ট তৎপর সৌদি আরব প্রশাসন ৷
মক্কার পুরসভার পক্ষ থেকে জানানো হয়, রাতের বেলা হজ যাত্রীদের চলাচলের সুবিধার জন্য পবিত্র স্থান- আরাফা, মুজদালিফা ও মিনায় সুসজ্জিত আলোর ব্যবস্থা করা হয়েছে ৷ বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৫৩টি বিদ্যুতের প্যানেল রয়েছে ৷ পাশাপাশি মক্কায় এক লাখ ২০ হাজারের বেশি লাইটিং ইউনিট আছে। এক লাখ ১০ হাজার লাইটিং পোল ও টাওয়ার এবং ১৯০০ টি বিদ্যুৎ সরবরাহের প্যানেলের ব্যবস্থা করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2021 11:07 AM IST