ফ্রান্সে ফের আইএস হামলা, পুলিশের গুলিতে মৃত জঙ্গি

Last Updated:

ফের রক্তাক্ত ফ্রান্স ৷ আইএস জঙ্গি হানার কবলে প্যারিসের এক সুপারমার্কেট ৷ বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার লড়াইয়ের পর পুলিশের গুলিতে নিহত ওই বন্দুকবাজও ৷

#নয়াদিল্লি: ফের রক্তাক্ত ফ্রান্স ৷ আইএস জঙ্গি হানার কবলে প্যারিসের এক সুপারমার্কেট ৷ বন্দুকধারীর গুলিতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার লড়াইয়ের পর পুলিশের গুলিতে নিহত ওই বন্দুকবাজও ৷
স্থানীয় সময় সকাল ১১ টা ১৫ নাগাদ হঠাৎই ফ্রান্সির দক্ষিণ-পশ্চিমের এক সুপারমার্কেটে হামলা চালায় এক বন্দুকবাজ ৷ নিজেকে ইসলামিক স্টেট (আইএস) -এর লোক বলে দাবি করে সে ৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপার মার্কেটে ঢোকার সময় আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়েছিল সে ৷ ঘটনাটিকে জঙ্গি হামলা হিসাবেই ঘোষণা করছে স্থানীয় প্রসাশন ৷ মার্কেটে ঢোকার সময় এক পুলিশকর্মীকে গুলি করে ওই জঙ্গি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ পরে বন্দুকবাজের হানায় মৃত্যু হয় আরও দুই সাধারণ নাগরিকের ৷ অন্তত ৮ জনকে পণবন্দী করে রেখেছিল ওই জঙ্গি ৷
advertisement
ওই সুপার মার্কেটকে জঙ্গি মুক্ত করতে অভিযান শুরু করে ফরাসি পুলিশ ৷ প্রায় তিন ঘণ্টা পর অবশেষে পুলিশের গুলিতে মারা যায় ওই জঙ্গি ৷
advertisement
ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ৷
২০১৫ সালের জানুয়ারি মাসেও প্যারিসে হামলা চালিয়েছিল আইএস জঙ্গি ৷ শার্লি এবদোর দফতরে হামলায় নিহত হয়েছিলেন ১২ জন ৷ ২০১৬-তে বাস্তিল ডে-র দিন ট্রাক হামলায় মারা গিয়েছিলেন ৮৪ জন ৷ ফের আরও এক জঙ্গি হামলায় রক্তাক্ত হল ফ্রান্স ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফ্রান্সে ফের আইএস হামলা, পুলিশের গুলিতে মৃত জঙ্গি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement