মার্কিন মুলুকে হট যোগা সেন্টারে বন্দুকবাজের হামলা , মৃত ২ , আহত বহু
Last Updated:
#ফ্লোরিডা : ফের মার্কিন মুলুকে প্রকাশ্যে বন্দুকবাজের হামলা ৷ এবার ফ্লোরিডার একটি হট যোগা সেন্টারে হামলা চালায় বন্দদুকবাজ ৷
ফ্লোরিডার তালাশিতে হামলা চালানোর পর বন্দুবাজ আত্মঘাতী হয়েছে ৷ স্থানীয় পুলিশ সূত্রে এ খবর জানা গেছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছ‘টা নাগাদ হামলা হয় ৷
পুলিশ জানিয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছনোর পর দেখতে পান একাধিক মানুষ গুলিবিদ্ধ শরীরে রক্তাপ্লুত অবস্থায় মাটিতে শুয়ে রয়েছেন ৷ আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷
advertisement
advertisement
ঘটনাটি যখন ঘটে তখন একাধিক ব্যক্তি বন্দুকবাজকে থামানোর চেষ্টা করছিলেন ৷ যার জন্য বাধা পেয়ে কিছুটা ঘাবড়ে যায় সে ৷ এর ফলে হত্যালীলার নৃশংসতা একটু হলেও কমানো গেছে ৷
গুলি চালাচ্ছিল একজনই তাঁর সঙ্গে কেউ ছিল না ৷ পাশাপাশি কোনও সংগঠনও এখন এর সঙ্গে যুক্ত বলে দায় স্বীকার করেনি ৷ যে দু‘জন মারা গেছেন তাঁরা হলেন ৬০ বছরের ডক্টর ন্যান্সি ভ্যান ভ্যাসেম ও ২১ বছরের মাউরা বিনক্লে ৷ বন্দুকবাজের নাম স্কট পল ৷ তিনি বছর চল্লিশের এক ব্যক্তি ৷ তবে কেন এই হত্যাকাণ্ড হল তার কারণ এখনও বলতে পারেনি পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2018 11:54 AM IST