নৃশংস! পুলিশের বেশে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, লকডাউনে গৃহবন্দি ১৬ জন মৃত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রবিবার রাতে এই ঘটনা কার্যত বাকরূদ্ধ করে দিয়েছে কানাডাকে৷ করোনা ভাইরাসের জেরে সেখানে লকডাউন চলছে৷ সকলেই প্রায় গৃহবন্দি৷ এ হেন পরিস্থিতিতে বন্দুকবাজ গুলি করে ১৬ জনকে খুনের পাশাপাশি বেশির ভাগ বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছে৷
#ওটাওয়া: করোনা ভাইরাসে মহামারীর আবহে কানাডার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যালীলার ঘটমা ঘটল৷ কানাডার নোভা স্কোটিয়া প্রদেশএ একজন বন্দুকবাজ পুলিশের বেশে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করল ১৬ জনকে৷ শুধু তাই নয়, বেশি কয়েকটি বাড়িতে আগুনও জ্বালিয়ে দিল ওই বন্দুকবাজ৷
নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন৷ পোর্টাপিকের কাছে একটি বাড়ির সামনে ও ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে একাধিক দেহ৷ পুলিশের প্রাথমিক অনুমান, হত্যাকারী প্রথমে একজনকে টার্গেট করেছিল৷ তারপর সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷
Today, Prime Minister Justin Trudeau addressed Canadians on the shooting in Portapique, Nova Scotia and provided an update on #COVID19. Watch his full remarks from this morning here: https://t.co/4wvYGPQwQE
— CanadianPM (@CanadianPM) April 20, 2020
advertisement
advertisement
রবিবার রাতে এই ঘটনা কার্যত বাকরূদ্ধ করে দিয়েছে কানাডাকে৷ করোনা ভাইরাসের জেরে সেখানে লকডাউন চলছে৷ সকলেই প্রায় গৃহবন্দি৷ এ হেন পরিস্থিতিতে বন্দুকবাজ গুলি করে ১৬ জনকে খুনের পাশাপাশি বেশির ভাগ বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ওই বন্দুকবাজের নাম গ্যাব্রিয়েল ওয়টম্যান, বয়স ৫১৷ তার পোশাক ছিল পুলিশের৷ এবং যে গাড়িটি ব্যবহার করেছে, সেটিও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ক্রুজারের মতোই৷
advertisement
Read Prime Minister Justin Trudeau’s statement on the shooting in Portapique, Nova Scotia: https://t.co/KT3NLKYboA
— CanadianPM (@CanadianPM) April 19, 2020
পুলিশ প্রথমে জানায়, তারা ওটম্যানকে গ্রেফতার করেছে৷ তারপরেই জানায়, ওটম্যান মারা গিয়েছে৷ তাই গোটা বিষয়টিতে ধোঁয়াশা তৈরি হচ্ছে৷ নোভা স্কটিয়ার প্রধান স্টিফেন ম্যাকনিলের কথায়, আমাদের প্রদেশের সবচেযে নৃশংস হত্যালীলা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2020 8:23 AM IST