নৃশংস! পুলিশের বেশে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, লকডাউনে গৃহবন্দি ১৬ জন মৃত

Last Updated:

রবিবার রাতে এই ঘটনা কার্যত বাকরূদ্ধ করে দিয়েছে কানাডাকে৷ করোনা ভাইরাসের জেরে সেখানে লকডাউন চলছে৷ সকলেই প্রায় গৃহবন্দি৷ এ হেন পরিস্থিতিতে বন্দুকবাজ গুলি করে ১৬ জনকে খুনের পাশাপাশি বেশির ভাগ বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছে৷

#ওটাওয়া: করোনা ভাইরাসে মহামারীর আবহে কানাডার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যালীলার ঘটমা ঘটল৷ কানাডার নোভা স্কোটিয়া প্রদেশএ একজন বন্দুকবাজ পুলিশের বেশে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করল ১৬ জনকে৷ শুধু তাই নয়, বেশি কয়েকটি বাড়িতে আগুনও জ্বালিয়ে দিল ওই বন্দুকবাজ৷
নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন৷ পোর্টাপিকের কাছে একটি বাড়ির সামনে ও ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে একাধিক দেহ৷ পুলিশের প্রাথমিক অনুমান, হত্যাকারী প্রথমে একজনকে টার্গেট করেছিল৷ তারপর সে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷
advertisement
advertisement
রবিবার রাতে এই ঘটনা কার্যত বাকরূদ্ধ করে দিয়েছে কানাডাকে৷ করোনা ভাইরাসের জেরে সেখানে লকডাউন চলছে৷ সকলেই প্রায় গৃহবন্দি৷ এ হেন পরিস্থিতিতে বন্দুকবাজ গুলি করে ১৬ জনকে খুনের পাশাপাশি বেশির ভাগ বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ওই বন্দুকবাজের নাম গ্যাব্রিয়েল ওয়টম্যান, বয়স ৫১৷ তার পোশাক ছিল পুলিশের৷ এবং যে গাড়িটি ব্যবহার করেছে, সেটিও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ক্রুজারের মতোই৷
advertisement
পুলিশ প্রথমে জানায়, তারা ওটম্যানকে গ্রেফতার করেছে৷ তারপরেই জানায়, ওটম্যান মারা গিয়েছে৷ তাই গোটা বিষয়টিতে ধোঁয়াশা তৈরি হচ্ছে৷ নোভা স্কটিয়ার প্রধান স্টিফেন ম্যাকনিলের কথায়, আমাদের প্রদেশের সবচেযে নৃশংস হত্যালীলা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নৃশংস! পুলিশের বেশে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, লকডাউনে গৃহবন্দি ১৬ জন মৃত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement