Viral: এ কী কাণ্ড! মাত্র ২ জনকে নিয়ে উড়ল বিমান, আসল ঘটনা শুনলে চমকে যাবেন

Last Updated:

Viral: গ্রিসে বিমানের দুটি টিকিট কেটেছিলেন এক দম্পতি। কিন্তু তাঁদের জন্য যে এমন চমক অপেক্ষা করছে, তাঁরা স্বপ্নেও ভাবেননি।

মাত্র ২ জনকে নিয়ে উড়ল বিমান
মাত্র ২ জনকে নিয়ে উড়ল বিমান
গ্রিস: প্রাইভেট জেটের কথা সাধারণ মানুষ শুধু স্বপ্নেই ভাবতে পারে।  কিন্তু যদি কোনওক্রমে এমনটা সম্ভব হয়? তাহলেও সেটা স্বপ্নের মতোই হবে। সম্প্রতি গ্রিসে বিমানের দুটি টিকিট কেটেছিলেন এক দম্পতি। কিন্তু তাঁদের জন্য যে এমন চমক অপেক্ষা করছে, তাঁরা স্বপ্নেও ভাবেননি।
২০২১ সালের ঘটনা। কেভিন এবং সামান্থা ম্যাককুলিয়ান গ্রিসে যাচ্ছিলেন। ম্যাঞ্চেস্টার জেট ১৭-এর দুটি টিকিট কাটেন তাঁরা। বিমানবন্দরে পৌঁছনোর পর জানতে পারেন, ওই বিমানে আর কোনও যাত্রী নেই। শুধু তাঁরাই যাচ্ছেন। প্রাইভেট জেটের মতো সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তাঁদের।
রিপোর্ট অনুযায়ী, সামান্থা এবং কেভিন বিমানবন্দরে পৌঁছে যখন দেখেন আর কোনও যাত্রী নেই, তখন ভাবেন, তাঁরা বোধহয় দেরিতে পৌঁছেছেন। সবাই বিমানে উঠে পড়েছে। তাঁরাও তড়িঘড়ি ফ্লাইটে ওঠেন। কিন্তু সেখানে আর কোনও যাত্রী নেই।
advertisement
advertisement
সামান্থা বলেন, ‘চেক ইন করার সময়ই অদ্ভুত লাগছিল। আশেপাশে কেউ নেই। এমনটা তো হয় না। এমনকী পাসপোর্ট কন্ট্রোল সেন্টারও দেখতে পাইনি’। প্রথমে ভাবেন, কোনও ভুল হচ্ছে না তো! হয় ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে, নয়ত আমাদের দেরি হয়ে গিয়েছে। কিন্তু ঘড়িতে তো ঠিক সময় দেখাচ্ছে। বিমানবন্দরের কর্মীদের জিজ্ঞেস করি। তাঁরা বলেন, সব ঠিক আছে।
advertisement
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় ক্যাপ্টেন এবং দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কেভিন এবং সামান্থাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তখনই জানানো হয়, এই ফ্লাইটে তাঁরাই একমাত্র যাত্রী। যাত্রীরা সিটে বসলে ফ্লাইট কোথায় যাচ্ছে, বাইরের আবহাওয়া সম্পর্কে তথ্য দেন পাইলট। এটাই রেওয়াজ। কিন্তু ক্যাপ্টেন ঘোষণা করেন, ‘এটাকে আপনারা প্রাইভেট জেট মনে করুন। আপনাদের যা খুশি করতে পারেন’।
advertisement
এমন ঘোষণা শুনে কেভিন আর সামান্থা আকাশ থেকে পড়েন। চোখে মুখে বিস্ময়। এমনও হয়! ক্রু সদস্যরা তাঁদের জন্য শ্যাম্পেন এবং খাবারদাবার নিয়ে আসে। মেতে ওঠে হাসি ঠাট্টায়। খাবারদাবারের জন্য কোনও চার্জ নেওয়া হয়নি কেভিনদের থেকে। ৪ ঘণ্টার ফ্লাইট যে কীভাবে কেটে গেল বুঝতেও পারেননি তাঁরা। পরে এক সাক্ষাৎকারে কেভিন এবং সামান্থা বলেছিলেন, ‘ওই দিন আমাদের লটারি লেগেছিল’।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: এ কী কাণ্ড! মাত্র ২ জনকে নিয়ে উড়ল বিমান, আসল ঘটনা শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement