বিশ্বে এই প্রথমবার! অপরাধীদের শরীরে GPS ফিট করাবে কোনও দেশ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অনেক সময় দেখা যায়, জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের অপরাধের দুনিয়ায় ফিরে যায় অপরাধীরা।
#লন্ডন: বিশ্বে প্রথম কোনও দেশ অপরাধীদের শরীরে জিপিএস ট্যাগ ফিট করার পরিকল্পনা করেছে। যাতে দ্বিতীয়বার অপরাধ করার থেকে সেই অপরাধীকে আটকানো যেতে পারে! অনেক সময় দেখা যায়, জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের অপরাধের দুনিয়ায় ফিরে যায় অপরাধীরা। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দ্বিতীয়বার অপরাধের প্রবণতা। আর তাই এবার অপরাধীদের শায়েস্তা করতে তাদের শরীরে জিপিএস ফিট করার পরিকল্পনা করেছে ব্রিটেনের প্রশাসন। ঠিক করা হয়েছে, এক বছর বা তার থেকে বেশি সময় সংশোধনাগারে কাটানোর পর ছাড়া পাওয়া কোনও অপরাধীর শরীরে এই জিপিএস ট্যাগ ফিট করানো হবে। তারপর পুলিশ প্রশাসন দিন-রাত তার ওপর নজরদারি চালাবে।
ব্রিটেনের সরকার জানিয়েছে, চুরি, কেপমারি, ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা এক-আধ বছর সাজা কাটিয়ে মুক্তি পেতেই ফের অপরাধ জগতে ঢুকে পড়ে। এমনকী প্রথমবার সাজা পাওয়ার পর বেশিরভাগ অপরাধী বেশি সতর্ক হয়ে যায়। ফলে তাদের আবার চিহ্নিত করে পাকড়াও করা পুলিশের পক্ষে অসাধ্য হয়ে ওঠে। ৮০ শতাংশ মামলায় সন্দেহভাজনকে খুঁজে বের করতে পারে না পুলিশ। তবে জিপিএস ট্র্যাক করলে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি চালাতে সুবিধা হবে।
advertisement
ব্রিটেনের মিনিস্টার ফর ক্রাইম এন্ড পুলিশিং ইট মাল্টহাউস জানিয়েছেন, জিপিএস ট্যাগ অপরাধীদের শরীরে ফিট করতে পারলে দ্বিতীয়বার অপরাধ হওয়ার আগেই পুলিশ সতর্ক হতে পারবে। এমনকী অপরাধী যদি কোনও কাণ্ড ঘটিয়ে বসে তাহলে তাকে দ্রুত গ্রেফতার করা যাবে। কারণ জিপিএস-এর মাধ্যমে পুলিশের তাকে খুঁজে পেতে সুবিধা হবে। চুরি-ডাকাতি, হত্যার মতো অপরাধ কমানোর ক্ষেত্রে এই উদ্যোগ কার্যকরী হতে পারে বলে মনে করছেন তিনি। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ এমন উদ্যোগ নেয়নি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2021 4:08 PM IST