#লন্ডন: বিশ্বে প্রথম কোনও দেশ অপরাধীদের শরীরে জিপিএস ট্যাগ ফিট করার পরিকল্পনা করেছে। যাতে দ্বিতীয়বার অপরাধ করার থেকে সেই অপরাধীকে আটকানো যেতে পারে! অনেক সময় দেখা যায়, জেল থেকে মুক্তি পাওয়ার পর ফের অপরাধের দুনিয়ায় ফিরে যায় অপরাধীরা। প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দ্বিতীয়বার অপরাধের প্রবণতা। আর তাই এবার অপরাধীদের শায়েস্তা করতে তাদের শরীরে জিপিএস ফিট করার পরিকল্পনা করেছে ব্রিটেনের প্রশাসন। ঠিক করা হয়েছে, এক বছর বা তার থেকে বেশি সময় সংশোধনাগারে কাটানোর পর ছাড়া পাওয়া কোনও অপরাধীর শরীরে এই জিপিএস ট্যাগ ফিট করানো হবে। তারপর পুলিশ প্রশাসন দিন-রাত তার ওপর নজরদারি চালাবে।
ব্রিটেনের সরকার জানিয়েছে, চুরি, কেপমারি, ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা এক-আধ বছর সাজা কাটিয়ে মুক্তি পেতেই ফের অপরাধ জগতে ঢুকে পড়ে। এমনকী প্রথমবার সাজা পাওয়ার পর বেশিরভাগ অপরাধী বেশি সতর্ক হয়ে যায়। ফলে তাদের আবার চিহ্নিত করে পাকড়াও করা পুলিশের পক্ষে অসাধ্য হয়ে ওঠে। ৮০ শতাংশ মামলায় সন্দেহভাজনকে খুঁজে বের করতে পারে না পুলিশ। তবে জিপিএস ট্র্যাক করলে অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি চালাতে সুবিধা হবে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।