#আমেরিকা: ভূত আছে কী নেই, সেই নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনার কোনও শেষ নেই! কিন্তু হালে, গুগল ম্যাপ-এর ফুটেজে ধরা পড়ল, একটি বাচ্চা ছেলে ও মেয়ের ছায়ামৃর্তি। সিংহভাগের দাবি-- কোনও সন্দেহ নেই! ছায়ামূর্তি দুটি আর কেউ নয়, খোদ ভূত!
আমেরিকার উত্তর ক্যারোলিনার অ্যাশভিল শহর। গুগল ম্যাপের ফুটেজে ধরা পড়ল-- বিশাল একটা বাড়ি। ব্যাকগ্রাউন্ডে লম্বা লম্বা গাছ। জুম করতেই দেখা গেল, বাড়ির সামনের বাগানে একটা বাহারি ব্রিজ, আর সেখানেই খেলনার গাড়ি নিয়ে দিব্য খেলছে একটি বাচ্চা ছেলে। বয়স ৫-৬ বছর হবে। মাঝেমধ্যে ক্যামেরার দিকে তাকাচ্ছে। তিরের ফলার মতো সেই দৃষ্টি, শিঁড়দাড়া বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: America, Footage, Ghost, Google map, Young boy, Young girl