বিজয় মালিয়ার বাথরুমে সোনার কমোড, দেখুন সেই কমোডের ছবি--

Last Updated:

এই কমোডেই শৌচকর্ম সারেন মালিয়া

#লন্ডন: বিজয় মালিয়া! 'বিজনেস টাইকুন', 'লিকার ব্যারন'-এর পাশাপাশি মালিয়ার রঙিন জীবন জুড়ে শুধুই জালিয়াতি! ২০১৬-১৭ সালে কতই না রঙ্গ দেখালেন তিনি! ৯০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে! দায়ের হয় মামলা! কিন্তু তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে, ভারতের পাট চুকিয়ে, বাসা বাঁধলেন লন্ডনে! দিব্য কাটাচ্ছেন বিলাসবহুল জীবন !
কাটাবেন নাই বা কেন? যাঁর শৌচালয়ে সোনার কমোড শোভা পায়, তাঁর চিন্তা কিসের? গল্পকথা নয়, এটাই সত্যি! মালিয়া যে বাথরুমটি ব্যবহার করেন, সেটিতে রয়েছে সোনার কমোড এবং মালিয়া সেই কমোডে বসেই শৌচকর্ম সারেন!
 এই সেই সোনার কমোড এই সেই সোনার কমোড
advertisement
advertisement
এমনিতেই 'ক্যাসানোভা' মালিয়ার পুরনো জিনিস সংগ্রহের নেশা রয়েছে! তাঁর লন্ডনের বাড়িতে রয়েছে বেশ কিছু দামি, অ্যান্টিক আসবাব! সংগ্রহে রয়েছে মহাত্মা গান্ধীর চশমা এমনকী টিপু সুলতানের তলোয়ারও।
সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুলের অধ্যাপক জেমস ক্রাবট্রি একবার মাল্যর বাড়ির শৌচালয়ে গিয়েছিলেন। তখনই তিনি সেই সোনার কমোড দেখেন। সম্প্রতি মুম্বইয়ের একটি ইভেন্টে তিনি এই কথা জানান। আর তারপর? পলক পড়তে না পড়তেই খবর ভাইরাল!
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিজয় মালিয়ার বাথরুমে সোনার কমোড, দেখুন সেই কমোডের ছবি--
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement