Taliban| Afghan woman| যৌনদাসি বানানো হচ্ছে নাবালিকাদের! তালিবানিদের অত্যাচারের কথা ফাঁস করলেন নাজলা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Afghanistan| উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানের প্রাক্তন মহিলা বিচারক নাজলা আয়ুবির বক্তব্যে। তিনি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভয়াবহ কথা জানিয়েছেন।
#কাবুল: আফগানিস্তান মানেই ভয়, আতঙ্ক। গত কয়েকদিনের ছবি তাই বলছে। তালিবানরা প্রায় দু'দশক পর ফের ক্ষমতা দখল করায়, দেশ জুড়ে ছড়িয়েছে আতঙ্ক। তালিবানি শাসন থুড়ি শোষণের কথা ভুলে যায়নি আফগানিস্তানের মানুষ। ওরা মেয়েদের মানুষ মনে করে না। শুধু তাই নয় পুরুষদেরকেও নিয়ম ভাঙতে দেখলে গুলি করতে দু'বার ভাবে না। এ হেন তালিবান ফের ক্ষমতায় আসায়, মানুষ দেশ ছেড়ে পালিয়ে আসতে চাইছে। তার ছবি ধরা পড়েছে কাবুল বিমনা বন্দরে। ভয়াবহতায় শিউরে উঠেছে বিশ্ব। তালিবানরা জানিয়েছে তারা বদলে গিয়েছে। এবং মহিলাদের ইসলাম মতে তারা পড়াশুনো করতে দেবে। অনেক স্বাধীনতা থাকবে। কিন্তু তাদের কাজে ও কথায় কোনও মিল নেই। আজই তালিবানরা ফতোয়া জারি করেছে যে ছেলে এবং মেয়েদের এক সঙ্গে পড়াশুনো করতে দেওয়া যাবে না।
এরই মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তানের প্রাক্তন মহিলা বিচারক নাজলা আয়ুবির বক্তব্যে। তিনি একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভয়াবহ কথা জানিয়েছেন। তালিবানরা ক্ষমতায় আসার পর বলেছিল মহিলাদের তারা সম্মানের চোখে দেখবে। স্বাধীনতা দেবে। কিন্তু মাত্র কয়েকদিনের চিত্র একেবারে অন্য কথা বলছে।
নাজলার সঙ্গে কিছু আফগানিস্তানি মহিলার কথা হয়েছে। সেই মহিলারা যা জানিয়েছেন তা রীতিমতো ভয় ধরাবে। তাদের কথায়, তালিবানরা নিজেদের খাবার তৈরির জন্য আফগান মহিলাদের বলছেন। সেই মতো বাধ্য হয়েই খাবার বানিয়ে দিতে হচ্ছে কাবুলের কিছু মহিলাকে। কিন্তু খাবার পছন্দ না হয় এক মহিলাকে আগুনে ছুড়ে ফেলে দিয়েছে তালিবানরা। শুধু তাই নয়, কাবুলের বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে নাবালিকা কন্যা খুঁজছে। যাদের বাড়িতে নাবালিকা রয়েছে তাদের সঙ্গে তালিবান সেনাদের বিয়ে দিতে বলছে। না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে গোটা পরিবারকে। এখানেই থেমে নেই, এক মহিলা নাজলাকে জানিয়েছেন, কফিনে করে নাবালিকা কন্যাদের অন্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে যৌনদাসি বানানোর জন্য। মাত্র চার পাঁচ দিনেই তলে তলে এই সব শুরু করে দিয়েছে তালিবানরা। যা ভয় ধরাচ্ছে। নাজলা বলছেন, তিনিও আতঙ্কে রয়েছেন। কিভাবে এর থেকে মুক্তি মিলবে কিছু জানা নেই।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2021 10:46 PM IST