বয়ফ্রেন্ডের ৬৯ বছর বয়সী বাবাকে বিয়ে করে বসলেন ২৪ বছরের মেয়ে ! দেখুন ভিডিও
Last Updated:
স্টেফনি আমার আগের পক্ষের ছেলের বান্ধবী ছিল। কিন্তু আমাদের মধ্যে ভালবাসা হয়ে যায়
#ওয়াশিংটন: ২৪ বছরের স্টেফনি প্রেমে ৬৯ বছরের ডনের। ডন আবার স্টেফনির ক্লাসমেটের বাবা। বন্ধুর সঙ্গে বন্ধুর বাড়িতে গিয়েই প্রথম দেখা তাঁর বাবার সঙ্গে। এবং দেখা হতেই প্রেমে পড়ে মেয়েটি। এই ঘটনা সে তাঁর বন্ধুকে জনায়। এবং তাঁর বাবার সঙ্গে ডেটে যায়। তারপর বিয়ের সিদ্ধান্ত নেনে তাঁরা।
বিয়ের পর কেটে গিয়েছে চার বছর। তাঁদের একটি ছোট্ট ফুটফুটে বাচ্চাও রয়েছে। ডন জানান, " স্টেফনি আমার আগের পক্ষের ছেলের বান্ধবী ছিল। কিন্তু আমাদের মধ্যে ভালবাসা হয়ে যায়।" তবে ডনের ছেলে অবশ্য বলেছেন, " আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা হবে। আমি খুব অবাক হয়েছিলাম। তবে এখন ওরা ভাল আছে দেখে আমিও খুব খুশি।" দেখে নিন সেই ভাইরাল ভিডিও
advertisement
advertisement
Location :
First Published :
August 18, 2019 11:53 AM IST