corona virus btn
corona virus btn
Loading

'মহাকাশে রাজনীতি নেই, সব এক ' ইসরোকে শুভেচ্ছা পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারীর

'মহাকাশে রাজনীতি নেই, সব এক ' ইসরোকে শুভেচ্ছা পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারীর

চন্দ্রযান ২ লুনার মিশন সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য গর্বের

  • Share this:

#পাকিস্তান: গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটি থেকে মাত্র ২.১ কিমি আগে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে ইসরো জানাল, 'একেবারেই অক্ষত অবস্থায় রয়েছে বিক্রম৷ কোনও রকম ক্ষতি হয়নি৷ একটি ঢালু জায়গায় হেলে রয়েছে ল্যান্ডার৷ ইসরো-র একটি বিশেষ দল যোগাযোগের জন্য চেষ্টা করছে।'

ইসরো-কে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রথম মহিলা মহাকাশচারি নামিরা সালিম। জানালেন, '' এহেন ঐতিআসিক একটা পদক্ষেপের জন্য ইসরো ও ভারতকে অভিনন্দন। চন্দ্রযান ২ লুনার মিশন সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য এক বিশাল অগ্রগতী। শুধু একটি নির্দিষ্ট রিজিয়ন নয়, সমগ্র গ্লোবাল স্পেস ইন্ডাস্ট্রির জন্যই এই মিশন গর্বের!''

নামিরা সালিম আরও জানান, '' মহাকাশে কোন নেশন এগিয়ে গেল, সেটা বড় প্রশ্ন নয়, এগোল সেটাই প্রশংসার। পৃথীবিতে রাজনীতির য যা বেড়াজাল আমাদের আলাদা করে রাখে, স্পেসে সেগুলোই মিলিয়ে যায়।''

বর্তমানে একেবারে অক্ষত রয়েছে চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রম৷ চাঁদের কোনও ঢালু জায়গায় রয়েছে বিক্রম৷ যোগাযোগের জন্য সব রকমের চেষ্টা চলছে৷ জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ ল্যান্ডার বিক্রমের মধ্যেই রয়েছে রোভার প্রজ্ঞান৷

First published: September 9, 2019, 5:05 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर