Home /News /international /
দিনে বার বার সঙ্গম করছেন স্বামী ! নেই কোনও ছাড় ! ভিডিও পোস্ট করে সরকারের সাহায্য চাইলেন স্ত্রী

দিনে বার বার সঙ্গম করছেন স্বামী ! নেই কোনও ছাড় ! ভিডিও পোস্ট করে সরকারের সাহায্য চাইলেন স্ত্রী

সারাক্ষণ নিজের স্ত্রীর সঙ্গে যৌনতায় মেতে উঠছেন। খাবার খাওয়ার জন্যও দিচ্ছে না সময় !

  • Share this:

#ঘানা: লকডাউনের জন্য ঘানাতেও মানুষ হয়ে রয়েছে গৃহবন্দি। যদিও ঘানাতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। কিন্তু যাতে করোনা ভয়াবহ আকার ধারণ না করে সেই জন্য মানুষকে আটকে রাখা হচ্ছে ঘরে। তবে এই অবস্থাতে মুশকিলে পড়েছেন সেখানকার মহিলারা। পুরুষরা কাজে যাচ্ছেন না বাড়িতেই থাকছেন।

তারা সারাক্ষণ নিজের স্ত্রীর সঙ্গে যৌনতায় মেতে উঠছেন। ঘানার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বলেন, " সরকারকে অনুরোধ করছি যাতে তারা আমাদের স্বামীদের কাজে যাওয়ার অনুমতি দেয়। আমাদের এখানে সব কজন মহিলার এক অবস্থা। সারাদিন জোর করে বার বার আমাদের সঙ্গম করতে বাধ্য করা হচ্ছে। তারপর একটু সময় ছাড় দেওয়া হচ্ছে। তখন উঠে আমরা তাদের জন্য খাবার বানাচ্ছি। খাবার খাওয়া আর টিভি দেখা হয়ে গেলেই স্বামীরা আমাদের ওপর যৌন নির্যাতন শুরু করছে। এটা ঘানার সব কটি ঘরের গল্প। আমি সব মেয়েদের হয়ে সরকারকে আবেদন করছি।" এই ভিডিওতে যদিও নিজের লোকাল ভাষায় কথা বলেছেন মহিলা। কিন্তু মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Published by:Piya Banerjee
First published:

Tags: Coronavirus, Ghana, Lockdown