Covid 19 Vaccine: ২১৭ বার করোনার ভ্যাকসিন নিয়েছেন, কী মিলল বৃদ্ধের শরীরে? অবাক গবেষকরাও

Last Updated:

ওই ব্যক্তির শরীরে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত ওই ব্যক্তির শরীরে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নিয়েছেন প্রায় সবাই৷ অনেকে তো আবার ভ্যাকসিন নেওয়া নিয়েই দ্বিধায় ছিলেন৷ সেখানে জার্মানির বাসিন্দা এক ব্যক্তি একাই দুশো বার করোনার টিকা নিয়েছেন৷ ওই ব্যক্তির দাবি অনুযায়ী, সবমিলিয়ে ২১৭ বার করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি৷
ওই ব্যক্তির দাবি খতিয়ে দেখতে তাঁকে পরীক্ষা করেও দেখেছেন গবেষকরা৷ তাঁদের দাবি, দুশো বার টিকা নিলেও ওই ব্যক্তির শরীরের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভাল৷ এমন কি, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে শরীরে যে ধরনের কোষ এবং অ্যান্টিজেনের প্রয়োজন, সেগুলিও ওই ব্যক্তির শরীরে আর পাঁচজনের থেকে বেশিই মাত্রাতেই রয়েছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ২৯ মাসের মধ্যে এই ২১৭টি করোনার ভ্যাকসিন নিয়েছেন ওই ব্যক্তি৷ ওই ব্যক্তি যে অন্তত ১৩৪ বার টিকা নিয়েছেন, দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজ পত্রিকায় প্রকাশিত একটি টেস্ট রিপোর্টে তা নিশ্চিতও করেছেন গবেষকরা৷
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখেই ওই ৬২ বছর বয়সি ওই ব্যক্তির কথা জানতে পারেন গবেষকরা৷ পরের পর এই ভাবে ভ্যাকসিন নেওয়া বা হাইপার ভ্যাক্সিনেশনের কী প্রভাব ওই ব্যক্তির শরীরে পড়েছে, তা খতিয়ে দেখতে বিভিন্ন ধরনের টেস্ট করেছেন গবেষকরা৷ ওই ব্যক্তির শরীরের প্রতিরোধ ক্ষমতার উপরে কী প্রভাব পড়েছে, তাও খতিয়ে দেখা হয়৷
advertisement
ওই ব্যক্তির শরীরে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত ওই ব্যক্তির শরীরে কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি৷ এমন কি, অতীতে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, এমন কোনও প্রমাণও পাননি গবেষকরা৷
প্রায় দুশো বার করোনার ভ্যাকসিন নিয়ে তাঁর শরীরে কোনও সমস্যা তৈরি হয়নি বলেও দাবি করেছেন ওই ব্যক্তি৷ বরং গবেষকরা তাঁর শরীরে প্রচুর পরিমাণে টি ফ্যাক্টর সেল পেয়েছেন, যা করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ তিন বার যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের তুলনায় ওই ব্যক্তির শরীরে এই টি ফ্যাক্টর সেল অনেক বেশি সংখ্যায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা৷ তবে এর পরেও নির্দিষ্ট ডোজের অতিরিক্ত করোনার ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন না গবেষকরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid 19 Vaccine: ২১৭ বার করোনার ভ্যাকসিন নিয়েছেন, কী মিলল বৃদ্ধের শরীরে? অবাক গবেষকরাও
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement