‘কোনও ওষুধেই এক বছরের বেশি টিকবেন না গজনি বাইডেন’, কঙ্গনার ট্যুইটে শোরগোল

Last Updated:

জো বাইডেনের সঙ্গে আমির খানের গজনির কেনও তুলনা টানলেন বলিউডের তন্নু তা কারোরই বোধগম্য হয়নি ৷ তবে একটা বিষয় স্পষ্ট মিডিয়ার লাইমলাইটে কী করে থাকতে হয় তা ভালই জানেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা ৷

#নয়াদিল্লি: ফের শিরোনামে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা ৷ বলিউড, দেশের রাজনীতির সীমানা ছাড়িয়ে কুইনের নজর এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ৷ ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমির খান অভিনীত সিনেমা গজনির তুলনা টানলেন কঙ্গনা রানাওয়াত ৷ বাইডেনকে গজনি সম্বোধন করেন অভিনেত্রী এবং তাই নয় বলেন, তিনি নাকি পাঁচ মিনিট অন্তর সব ভুলে যান ৷ অভিনেত্রীর এমন ট্যুইটে অবাক নেটিজেনরা ৷
প্রায় ৯০ ঘণ্টা, টানা ৪ দিনের অপেক্ষা ও টানটান উত্তেজনা শেষে, আইনি লড়াই, হুমকি, বিক্ষোভ আর জটিলতা কাটিয়ে স্পষ্ট হল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন জো বাইডেন। আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ৭৭ বয়সী ডেমোক্র্যাট, জো বাইডেন। মার্কিন ইতিহাসে সবথেকে বয়স্ক দেশনেতা তিনিই ৷ অন্যদিকে, আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ। প্রথম ভারতীয়। প্রথম মহিলা। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন কমলা হ্যারিস। জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনের পাওয়ার করিডরে ঢুকে পড়লেন ভারতীয় কমলা।
advertisement
বাইডেন-কমলার জয়ের পর বিভিন্ন দিক থেকে ভেসে আসতে থাকে শুভেচ্ছাবার্তা, ওবামা থেকে বরিস জনসন, মোদি থেকে মমতা, নতুন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান সকলেই ৷ এর মাঝেই কঙ্গনা রানাওয়াতের অদ্ভুত ট্যুইটবার্তায় শোরগোল নেট দুনিয়ায় ৷
advertisement
মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিনেত্রী ট্যুইট করেন, ‘গজনি বাইডেনের বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। কারণ, তিনি পাঁচ মিনিট পরপর সবকিছু ভুলে যান। তাঁকে এত ওষুধ দেওয়া হয়েছে, এক বছরের বেশি টিকবেন না। কমলা হ্যারিসই কাজ চালাবেন। একজন মহিলার উত্থান হলে তিনি বাকি সব মহিলাকেই পথ দেখান। এটি ঐতিহাসিক দিন।’ বলিউডের কুইনের এমন মন্তব্যে অবাক সকলে ৷
advertisement
advertisement
‘গজনি’ সিনেমায় আমির খান এক বিজনেস টাইকুনের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ সেখানে দেখানো হয় এক দুর্ঘটনার পর সে ১৫ মিনিটের বেশি কিছু মনে রাখতে পারত না ৷ জো বাইডেনের সঙ্গে আমির খানের গজনির কেনও তুলনা টানলেন বলিউডের তন্নু তা কারোরই বোধগম্য হয়নি ৷ তবে একটা বিষয় স্পষ্ট মিডিয়ার লাইমলাইটে কী করে থাকতে হয় তা ভালই জানেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘কোনও ওষুধেই এক বছরের বেশি টিকবেন না গজনি বাইডেন’, কঙ্গনার ট্যুইটে শোরগোল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement