Student attack in Australia: অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রের উপর ফের অ্যাট্যাক! অ্যাডিলেডের রাস্তায় পড়ুয়ার ফাটিয়ে দেওয়া হল মাথা! ভেঙে দেওয়া হল মুখ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিদেশে ভারতীয়দের উপর অত্যাচারের ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এর মধ্যেই আরও একটি শিউরে ওঠা ঘটনা সামনে এল।
অ্যাডিলেড: বিদেশের মাটিতে ভারতীয়দের উপর হামলার ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এর মধ্যেই আরও একটি শিউরে ওঠা ঘটনা সামনে এল। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে চরণপ্রীত সিং নামে এক ভারতীয়ের উপর আক্রমণের অভিযোগ উঠল। আর এই ঘটনা ঘিরেই আন্তর্জাতিক পড়ুয়াদের বিদেশে সুরক্ষার বিষয়টি নিয়ে প্রশ্ন ফের উঠে এল।
জানা গিয়েছে, ২৩ বছর বয়সী চরণপ্রীত সিং তাঁর স্ত্রীর সঙ্গে শনিবার ১৯ জুলাই অ্যাডিলেডের কিনটোন অ্যাভিনিউতে রাত ৯টা ২২-এ গাড়ি পার্ক করছিলেন। সেই সময়েই পাঁচ জনের এক দল যুবক তাঁদের উপর আক্রমণ করে।
advertisement
রিপোর্ট অনুযায়ী, আক্রমণকারীরা তাঁদের উপর লোহার বস্তু দিয়ে এবং ধারালো বস্তু দিয়ে আঘাত করেন। কোনওরকম কারণ ছাড়াই তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল।
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে ভিডিও ফুটেজ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে আততায়ীরা একটি গাড়ি করে আসে। তারপরে চরণপ্রীতের উপর আক্রমণ শুরু করে।
আক্রমণ করার সময়, ভারতীয় হিসাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ওই ব্যক্তিরা। বেধড়ক মার খেয়ে এক সময় অচৈতন্য হয়ে পড়েন চরণপ্রীত। রিপোর্ট অনুযায়ী, তাঁর মাথায় আঘাত লাগে, মুখের হাড় ভেঙে যায়, এছাড়াও আরও একাধিক গুরুতর আঘাত লেগেছে।
advertisement
অস্ট্রেলিয়ার এক সংবাদসংস্থা অনুযায়ী, গাড়ি রাখা নিয়ে প্রথমে বাদানুবাদের সূত্রপাত। এরপরেই অশ্রাব্য ভাষায় জাতিবিদ্বেষী কথা বলেই বেধড়ক মারতে শুরু করে ওই দুষ্কৃতিরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 11:37 AM IST