করোনা রুখতে বছরের শেষ দিনে কারফিউ জারি ফ্রান্সের; মোতায়েন হবে ১০০,০০০ পুলিশ

Last Updated:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, বছরের শেষ দিনে কারফিউ জারি রাখল ফ্রান্সও। সকলে এই বিধিনিষেধ মানছেন কি না, তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে ১০০,০০০ পুলিশ।

#কলকাতা: করোনা ভাইরাস নাজেহাল করে দিয়েছে গোটা বিশ্বকে। ২০২০ সালের সারা বছর কেটেছে করোনার মোকাবিলা করতে করতেই। তাই সংক্রমণ কিছুটা কমতেই বছর শেষের আনন্দে মেতে উঠতে চেয়েছিল মানুষ। কিন্তু বছর শেষে, ভাইরাসের নতুন স্ট্রেন ফের চিন্তা বাড়িয়ে তুলেছে। নববর্ষ পালনে তাই বিভিন্ন দেশে লাগু হচ্ছে নানা বিধিনিষেধ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, বছরের শেষ দিনে কারফিউ জারি রাখল ফ্রান্সও। সকলে এই বিধিনিষেধ মানছেন কি না, তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে ১০০,০০০ পুলিশ। পার্টি অথবা বড় কোনও সমাবেশ এইদিন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডার্মানিন দেশের আঞ্চলিক নেতাদের কাছে চিঠি লিখেছিলেন গোটা দেশের পুলিশ বাহিনীকে একত্রিত করার জন্য। এছাড়াও, কারফিউ চলাকালীন শহরগুলির বিশেষ বিশেষ এলাকায় প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশ অনুযায়ী পথে পুলিশ্ মোতায়েন করা হবে, খোলা জায়গায় মানুষের জমায়েত রুখতে। শুধু তাই নয়, নির্দেশ রয়েছে, আন্ডারগ্রাউন্ডের নিঊ ইয়ার পার্টিকেও বন্ধ করার। এছাড়া পথে কাওকে জমায়েত করতে দেখলেই ধার্য হবে জরিমানা।
advertisement
গণ পরিবহন বন্ধ রাখার বিষয়েও ভেবেছিলেন ফ্রান্সের এই মন্ত্রী ডার্মানিন। তবে সমস্ত গণ পরিবহন বন্ধ রাখা সম্ভব নয়। সে কারণে, দেশ জুড়ে বেশ কিছু সংখ্যক মেট্রো লাইন বন্ধ রাখা হবে আজ সন্ধেবেলা। পুলিশ বাহিনীকে তিনি আরও নির্দেশ দিয়েছেন যে, সম্ভব হলে পেট্রল-ডিজেল এবং অ্যালকোহল বিক্রিও যেন বন্ধ রাখা হয়।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
করোনা রুখতে বছরের শেষ দিনে কারফিউ জারি ফ্রান্সের; মোতায়েন হবে ১০০,০০০ পুলিশ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement