France Riots: ১৭ বছরের তরুণের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স, কেন এমন পরিস্থিতি, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

France Riots: ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে হিংসার পরিস্থিতি ঠেকাতে দেশ জুড়ে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

১৭ বছরের তরুণের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স
১৭ বছরের তরুণের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স
নয়াদিল্লি: নিরাপত্তা বাহিনীর ভারী মোতায়েন থাকা সত্ত্বেও ফ্রান্সে ১৭ বছর বয়সী এক যুবককে পুলিশ গুলি করে হত্যা করার পর টানা পঞ্চম দিনের মতো দেশ জুড়ে দাঙ্গা চলছে৷ আগুনে পুড়ছে মার্সেই সহ ফ্রান্সের একাধিক অংশ৷  যদিও প্রশাসনিক স্তর থেকে দাবি করা হয়েছে  যে দেশে সহিংসতার মাত্রা কমেছে, রবিবার ৭১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, প্যারিসের শহরতলি নানটেরেতে ১৭ বছর বয়সী তরুণের মৃত্যুর ঘটনার পরেই মঙ্গলবার প্রথম দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে৷
মঙ্গলবার ট্রাফিক চেক করার সময় ১৭ বছর বয়সী তরুণকে হত্যার ভিডিওটিও সামনে এসেছে। ভিডিওতে, দুই অফিসারকে গাড়ির জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাদের মধ্যে একজন চালকের দিকে বন্দুক তাক করছেন। কিশোরটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অফিসারটি গুলি চালায়।
advertisement
advertisement
এদিকে, দাঙ্গাকারীরা প্যারিসের দক্ষিণে একটি শহরের মেয়রের বাড়িতে একটি গাড়ি ধাক্কা দেয়। মেয়র জানিয়েছেন, হামলায় তাঁর স্ত্রী ও তাঁদের এক সন্তান আহত হয়েছে। মেয়র ভিনসেন্ট জিনব্রুন ট্যুইটারে লিখেছেন যে তাঁর পরিবারের সদস্যরা সে সময়ে ঘুমাচ্ছিল, তখন বিক্ষোভকারীরা  ‘আগুন লাগানোর’ আগে তাদের বাড়িতে ‘একটি গাড়ি ধাক্কা দিয়েছিল’। এল হে লেস রেসেস শহরের মেয়র লিখেছেন, ‘গত রাতে ভয় ও অপমানের পরিবেশ চরমে পৌঁছেছে।’ তিনি বলেন, ‘আমার স্ত্রী এবং আমার এক সন্তান আহত হয়েছে। এটি একটি কাপুরুষোচিত আক্রমণ ছিল৷
advertisement
দেখে নিন ট্যুইটারে ফ্রান্স দাঙ্গা নিয়ে বহুল প্রচলিত ভাইরাল ভিডিওগুলি
advertisement
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশে হিংসার পরিস্থিতি ঠেকাতে দেশ জুড়ে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বিক্ষোভ শুরুর পর থেকে মোট ২৪০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাঁজোয়া থেকে  হেলিকপ্টার সহ পুলিশ  ক্রমাগত ফ্রান্সের তিনটি বড় শহর প্যারিস, লিঁও এবং মার্সেই-এর রাস্তায় টহল দিচ্ছে।
advertisement
আধিকারিকদের মতে, যুব বিক্ষোভকারীরা সারা রাত ধরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে প্রায় আড়াই হাজার দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ। অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ার বলেছেন, দশটি শপিং মল, ২০০টিরও বেশি সুপারমার্কেট, ২৫০ টি তামাকের দোকান এবং ২৫০ টি ব্যাঙ্কের দোকানে হামলা বা লুঠপাট করা হয়েছে। এমনও খবর পাওয়া গেছে যে বিক্ষোভকারীরা গ্রিগনির একটি আবাসিক ভবনে আগুন দিয়েছে।
advertisement
এ ঘটনা দেশকে নাড়া দিয়েছে এবং মানুষ খুবই ক্ষুব্ধ। নাহেলের মৃত্যুর পর প্যারিসের শহরতলিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
France Riots: ১৭ বছরের তরুণের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স, কেন এমন পরিস্থিতি, রইল ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement