ফ্রান্সের চার্চে হামলা, মৃত ১ পণবন্দি ও ২ দুষ্কৃতি

Last Updated:

উত্তর ফ্রান্সের একটি চার্চে হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতি ৷ গামবেট্টার একটি গির্জায় ঢুকে ফাদার সহ দুই জন সন্ন্যাসিনী এবং চার্চে প্রার্থনা করতে আসা দু’জন সাধারণ মানুষকেও পণবন্দী করে দুষ্কৃতিরা ৷

#নরম্যান্ডি: উত্তর ফ্রান্সের একটি চার্চে হামলা চালাল একদল সশস্ত্র দুষ্কৃতি ৷ গামবেট্টার একটি গির্জায় ঢুকে ফাদার সহ দুই জন সন্ন্যাসিনী এবং চার্চে প্রার্থনা করতে আসা দু’জন সাধারণ মানুষকেও পণবন্দী করে দুষ্কৃতিরা ৷ দুষ্কৃতিদের হাতে একজন পণবন্দীর মৃত্যু খবর মিলেছে ৷ পরে পুলিশের গুলিতে দু’জন দুষ্কৃতিরও মৃত্যু হয় ৷
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকালে নরম্যান্ডি এলাকার সেন্ট এটিয়েনে-দ্যঁ-রোভ্রে গির্জায় সকাল ৮:৪৫ নাগাদ ছুরি হাতে ঢুকে পড়ে দু’জন দুষ্কৃতি ৷ সেইসময় গির্জায় থাকা পাঁচজনকে পণবন্দি করে ফেলে দুষ্কৃতিরা ৷ একজন সন্ন্যাসিনী দুষ্কৃতিদের ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং পুলিশে খবর দেন ৷
মুহূর্তের মধ্যে খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছে যায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ৷ রাস্তার পথচারীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করে পুলিশ ৷
advertisement
advertisement
কিছুক্ষণের মধ্যে অপারেশন চালিয়ে পণবন্দিদের উদ্ধার করে পুলিশ ৷ ততক্ষণে একজন পণবন্দিকে হত্যা করে ফেলেছে দুষ্কৃতিরা ৷ পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাদের ৷ কী কারণে ওই গির্জায় হামলা চালানো হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফ্রান্সের চার্চে হামলা, মৃত ১ পণবন্দি ও ২ দুষ্কৃতি
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement