#ওয়াশিংটন ডিসি: প্রাক্তন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও তাঁর ডেপুটি আভি বেরিকোউইৎজ রবিবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন৷ তাঁরা চারটি পরিস্থিতি স্বাভাবিক করার ডিল করিয়েছেন ইজরায়েল ও আরব দেশগুলির মধ্যে৷ যা "Abraham Accords"নামে পরিচিত৷
সেই সময়ের ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার অ্যাটর্নি অ্যালান ডেরশোয়িৎজ এই জুটির মনোনয়ন করেছিলেন৷ অ্যালান হাভার্ড ল স্কুলের অধ্যাপক ছিলেন৷
কুশনের ট্রাম্পের জামাই আর বেরিকোউইৎজ মিডল ইস্ট এনভয় ইজরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, সুদান ও মরক্কোর মধ্যে শান্তি চুক্তির জন্য তৎপরতা দেখিয়েছিলেন৷
২৫ বছর ধরে ইরানকে নিয়ে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতার পরিস্থিতি ছিল অগাস্ট থেকে ডিসেম্বর এই চারমাসের মধ্যে তৈরি হওয়া সমঝোতা চুক্তিতে তার অবসান হয়৷
কুশনের একটি বিবৃতিতে বলেছেন তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় দারুণ গর্বিত বোধ করছেন৷ এই পুরস্কার দেওয়া হবে অক্টোবরে৷ প্রেসেডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর তারা নিরাপত্তা সংক্রান্ত সব চুক্তি খতিয়ে দেখছে যা ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন হয়েছিল৷ তারমধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরবের মধ্যে হওয়া চুক্তিগুলিও৷
আইনের নীতি নির্দেশকদের একটা অংশের থেকে এই সময়ের চুক্তিগুলি নিয়ে অভিযোগ উঠেছে৷ মরক্কো ডিল নিয়ে উঠছে প্রশ্ন৷ কারণ এই চুক্তির মানে পশ্চিম সাহারা এলাকায় মরক্কোর সার্বভৌমত্ব মেনে নেওয়া৷
২০ জানুয়ারি প্রচুর বিতর্কিত পরিস্থিতির মধ্যে দিয়ে ট্রাম্প নিজের অফিস ছাড়েন৷ তাঁর এই ব্যবহারের ওপর এই প্রশ্ন উঠেছিল আদৌ তাঁর জামাই ওতাঁর সঙ্গী আদৌ নোবেল শান্তি পুরস্কার পাবেন কিনা?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Noble prize, USA