ফ্লাইট লেট, চিয়ার লিডারদের সঙ্গে কোমর দোলালেন বিমানকর্মী!
Last Updated:
#দক্ষিণ ক্যারোলিনা: বিমান ছাড়তে তখনও ঘণ্টাখানেক দেরি৷ যাত্রীদের ভিড় তো রয়েছে, সঙ্গে বাড়ছে বিরক্তি৷ রাত ৯.৪৫শে বিমান ওড়ার কথা থাকলেও রাত ১০.৩০ পর্যন্ত ছাড়ার কথা ঘোষণাই করতে পারল না বিমান সংস্থা৷ এতে ক্ষোভ দেখাতে শুরু করেন কয়েনজন যাত্রী৷ কিন্তু তাদের শান্ত করতে এমন উপায় বার করল বিমান সংস্থা যে বোঝাই গেল না কখন সময় কেটে গেল! এক বিমানকর্মী এসে অপেক্ষারত যাত্রীদের সঙ্গে নাচতে শুরু করলেন, বিমানবন্দরেই! ব্যাস যাত্রীদের রাগ গোলে জল৷ সকলেই ব্যস্ত হয়ে গেলেন গানের তালে তালে পা মেলাতে৷
এই বিমানের যাত্রী ছিলেন বেশ কয়েকজন খুদে খেলোয়াড়৷ আসলে দল বেধে তারাই প্রথমে নাচ শুরু করে৷ তাদের দলের কোচ স্পিকারে গান চালান৷ আর সেই গানের সঙ্গে হঠাৎ করেই যোগ দিলেন এক সুদর্শন পুরুষ৷ এই ভিডিওটি ভাইরাল হতেই স্পিরিট এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যক্তির নাম রবার্ট ধিল্লোঁ৷ তিনি ওই বিমানের কর্মী৷ ঘটনাটি দক্ষিণ ক্যারোলিনার মার্টল বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের৷ স্পিরিট এয়ারলাইন্স হল মার্কিন যুক্তরাষ্ট্রের অপেক্ষাকৃত সস্তা বিমান সংস্থা৷ এদের হেডকোয়ার্টার ফ্লোরিডায়৷
advertisement
দেখুন ভিডিও...
advertisement
A @SpiritAirlines employee helping our cheerleaders pass sometime during our delay! #spirit #sjs #storm #myrtlebeach pic.twitter.com/DgcJykL2qy
— Kristie Brown (@KristieB213) April 2, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2019 10:38 PM IST