পাক সেনার একাধিক কমান্ডো নিহত, হত কিছু তালিবান! রক্তে ভাসছে পাকিস্তান
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Fight between Pakistan army and TTP continues in Waziristan as ISPR claims 11 terrorist dead. পাক সেনার একাধিক কমান্ডো নিহত, হত কিছু তালিবান! রক্তে ভাসছে পাকিস্তান
#কোয়েটা: কয়েকদিন আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধ করার জন্য তারা তাহেরিকি তালিবানকে জবাব দেবে জানিয়েছিল পাক প্রশাসন। এমনকি প্রয়োজন হলে আফগানিস্তানে ঢুকে বিমান বাহিনী ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হবে তালিবানের ঘাঁটি এমন কথা উল্লেখ করা হয়েছিল পাক সেনার পক্ষ থেকে।
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল তালিবান। তারাও জানিয়ে দিয়েছিল আমেরিকার চাপে যেভাবে তাদের ওপর জুলুম শুরু করেছে পাকিস্তান, তার দাম দিতে হবে। গত ১০-১৫ দিন থেকেই পাক আফগান সীমান্তে অশান্তি চলছে। তীব্র গুলির লড়াই, মর্টার হামলা অব্যাহত ছিল। দুদিন আগেই পাকিস্তানের এলিট কমান্ডো গ্রুপের চারজন জওয়ান প্রাণ হারান তালিবানের সঙ্গে লড়াইয়ে।
advertisement
advertisement
এমনকি তালিবান দাবি করেছিল এবার তাদের নিশানায় প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ থেকে বিলাওয়াল ভুট্টো জারদারি রয়েছেন। সুযোগ পেলেই এদের ওপর আত্মঘাতী হামলা চালাবে তারা। তাই এক সপ্তাহ ধরে পাকিস্তানে রেড অ্যালার্ট জারি ছিল। এদিন অবশ্য পাক সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় সফল অপারেশন চালিয়েছে পাক সেনা।
advertisement
Pakistan Army completed a successful operation in Waziristan,killing 11 militants. During the operation, commander Hafeezullah Alias Hafiz was also killed. According to ISPR, Pak army confiscated a huge amount of arms & ammunition from terrorists' custody.https://t.co/CFld9pTFeU
— The Upcut (@theupcutnews) January 6, 2023
advertisement
সঙ্গে ছিল পাকিস্তানের এসএসজি স্পেশাল ফোর্স। তাতে নাকি ১১ জন তালিবান জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আগামী দিনেও এই লড়াই চলবে। তাহেরিকি তালিবান অবশ্যই জানিয়েছে তাদের তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের এলিট কমান্ডো ইউনিটের চারজন বড় অফিসার নিহত হয়েছেন।
আইএসপিআর (পাক সেনার মিডিয়া শাখা) জানিয়েছে এই এলাকায় পুরোপুরি জঙ্গি মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। পাকিস্তানের মাটি তাড়াতাড়ি জঙ্গি মুক্ত হবে। তালিবান পরিষ্কার জানিয়ে দিয়েছে মৃত্যুকে তারা ভয় করে না। কিন্তু পাক সেনার এই বেইমানির উপযুক্ত জবাব তারা দেবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 3:19 PM IST