#ইসলামাবাদ: সাম্প্রতিক কালে যে সমস্ত পাকিস্তানী অভিনেতা এদেশে এসে নজর কেড়েছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে এগিয়ে থাকবেন একজনই ৷ তিনি ফাওয়াদ খান ৷ তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা এদেশে এখন দিন দিন বেড়েই চলেছে ৷ উরিতে জঙ্গি হামলার পর ভারত-পাক দু’দেশের সম্পর্ক এখন তলানিতে এসেছে ঠেকেছে ৷ এর প্রভাব পড়েছে দু’দেশের ফিল্ম ও সাংস্কৃতিক জগতেও ৷ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখন ভারতে ‘নিষিদ্ধ’ পাকিস্তানি নায়ক-নায়িকা এবং গায়করা ৷ এর জন্য প্রায় গোপনেই এদেশ ছেড়ে কিছুদিন আগে পাকিস্তান ফিরে গিয়েছেন ফাওয়াদ-সহ অন্যান্য পাক অভিনেতারা ৷ কিন্তু দেশে ফিরেই একটা দারুণ সুখবর পেলেন ফাওয়াদ ৷ দ্বিতীয়বারের জন্য বাবা হলেন তিনি ৷ তাঁর স্ত্রী সাদাফ গত ১ অক্টোবর লাহোরের হামিদ লতিফ হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ৷
হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দু’জনেই ভাল আছেন ৷আট বছর প্রেমের পর ২০০৫ সালে সাদাফকে বিয়ে করেন ফাওয়াদ। বিয়ের পাঁচ বছর পরই প্রথম পুত্রসন্তানের জন্ম দেন সাদাফ ৷ এবার কন্যাসন্তানের বাবা হলেন ফাওয়াদ ৷
আগামী ২৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে করণ জোহারের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ’ ৷ এই ছবি নিয়ে এমনিতেই উৎসাহ চরমে ৷ তার কারণ একটা অবশ্যই ফাওয়াদ ৷ রণবীর কাপুর, অনুষ্কা শর্মা এবং ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তিনিও রয়েছেন এই ছবিতে ৷ ভারত-পাক সম্পর্কের অবনতির পর এই ছবি নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ ফাওয়াদের দৃশ্যগুলি ছবি থেকে সরিয়ে দেওয়ারও দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে ৷ এখন দেখার ছবিটি মুক্তি পাওয়ার পর এদেশে কী প্রতিক্রিয়া হয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Baby Girl, Father, Fawad Khan, Pakistani Actor, Sadaf, ফাওয়াদ খান