Father Gave E- Cigeratte to 1 Year old Baby: এক বছরের শিশুর মুখে সিগারেট তুলে দিল বাবা, ভিডিও করল মা!

Last Updated:

E Cigratte To one year Old Baby: এক বছরের শিশুর মুখে সিগারেট! ভিডিও করে গর্বিত মা। ছিঃ ছিঃ চারপাশে।

নয়াদিল্লি: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর (Smoking Is Injurious To Health)। সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে সতর্ক করা হয় এই ব্যাপারে। কিন্তু তারপরও মানুষ ধূমপান করে। মানুষ সিগারেট ও তামাকে আসক্ত হয়ে জীবনের ঝুঁকি নেয়। এখন ই-সিগারেটও বাজারে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অবাক করার মতো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাবা তাঁর এক বছর বয়সী মেয়ের মুখে ই-সিগারেট দিচ্ছেন (Father Gave E- Cigeratte to 1 Year old Baby)।
ভিডিওটি ইনফোরোডব্লক নামে একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক বছর বয়সী একটি শিশুর মুখে সিগারেট। সবচেয়ে বিরক্তিকর বিষয় হল, মেয়েটি ই-সিগারেট টেনে তার নাক থেকে ধোঁয়া বের করছে। এই ভিডিও দেখে অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে আবার বাবা-মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, কীভাবে একজন বাবা-মা এত দায়িত্বহীন হতে পারেন! এই মেয়েটির মুখে কতটা বিপজ্জনক জিনিস রয়েছে তার কোনও ধারণাই কি তাঁদের নেই!
advertisement
আরও পড়ুন- রাশিয়া ইউক্রেনে হামলা চালালে জবাব দিতে তৈরি আমেরিকাও, হুঁশিয়ারি বাইডেনের
ভাইরাল হওয়া ভিডিওটি মালয়েশিয়ার বলে জানা গিয়েছে। ভিডিওর ক্যাপশন অনুযায়ী, মেয়েটির বয়স এক বছর হবে। মেয়েটিকে তার বাবা-মা একটি ই-সিগারেট দিয়েছিলেন। জানা গিয়েছে, বাবা শিশুটির মুখে সিগারেট খাওয়ার জন্য দিয়েছিলেন। এর পর শিশুটির মা তার ভিডিও বানাতে থাকেন। মেয়েটা মুখে সিগারেট নিয়ে তাতে টান দেয়। এর পর সে নাক দিয়ে ধোঁয়া বের করে। মেয়েটির বাবা-মা এতে গর্বিত বলে মনে হয়েছে অনেকের ভিডিও দেখে। এই ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন। এই নিয়ে মানুষ নানা মন্তব্যও করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- পুরনো পোশাক-অন্তর্বাস বিক্রি করে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার! 'এই' যুবতীকে চিনুন
কিডস হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, ই-সিগারেট স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এতে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে। শিশুদের শরীরে নিকোটিন তাদের মস্তিষ্কের বিকাশকে স্লথ করে দেয়। এছাড়া এটি তাদের স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। মা ও বাবা হয়ে শিশুর সঙ্গে এমন কাজ একেবারে দায়িত্বজ্ঞানহীন। মন্তব্য করেছেন অনেকে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Father Gave E- Cigeratte to 1 Year old Baby: এক বছরের শিশুর মুখে সিগারেট তুলে দিল বাবা, ভিডিও করল মা!
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement