গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ফেসবুক, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে চাঞ্চল্য
Last Updated:
#নিউ ইয়র্ক: বছরের শুরু থেকেই সংবাদ শীর্ষে ছিল কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। প্রযুক্তিনির্ভর সময়ে গ্রাহকদের তথ্য কতখানি সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছিল । এবার নয়া এক বিতর্কে আবারও যোগ হয়েছে ফেসবুকের নাম। নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানে জানা গিয়েছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানিগুলির সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময় করে আসছে ফেসবুক ।
ওই অনুসন্ধানে জানা গিয়েছে মাইক্রোসফট, অ্যামাজন, নেটফ্লিক্স ও স্পটিফাই-এর মত সংস্থাগুলিকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দিয়েছ ফেসবুক। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংকেও ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের তালিকা দেখার অনুমতি দেওয়া হয়েছে গ্রাহকদের অনুমতি ছাড়াই । অ্যামাজন ব্যবহারকারীদের নাম ও অন্য ব্যক্তিগত তথ্যও চালান করেছে ফেসবুক, জানা গিয়েছে নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টে।
প্রায় ১৫০টি প্রযুক্তিভিত্তিক সংস্থাকে এই তথ্য দিয়েছে ফেসবুক । ২৭০ পৃষ্ঠার অভ্যন্তরীণ নথি বিশ্লেষণ সহ ফেসবুকের ৫০জন কর্মীকে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস অভিযোগ তুলেছে, অংশীদারদের সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময়ে ফেসবুকের নিজস্ব গোপনীয়তা বিধি ক্ষুণ্ণ হয়েছে ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2018 9:53 PM IST