ফ্লোরিডায় হেঁটে বেড়াচ্ছে বেবি ডাইনোসর ! ভাইরাল ভিডিও দেখে যা বললেন বিশেষজ্ঞরা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ভাইরাল ভিডিও দেখে বহু মানুষ আতঙ্কিত ! প্রথমে ফেক মনা করা হচ্ছিল এই ভিডিওকে। কিন্তু এটি সত্যি ঘটনা।
#ফ্লোরিডা: ফ্লোরিডায় অ্যালিগেটর বা বিশালাকার কুমির দেখা ওখানকার মানুষের জন্য খুব বড় কোন ব্যপার নয়। কারণ, “সানশাইন স্টেট” বলে খ্যাত ফ্লোরিডায় আদি যুগের বিশালাকার প্রাণীদের এই উত্তরাধীকারদের হ্যামেশাই দেখা যায়। কিন্তু, সকল অ্যালিগেটররাই সমান না। কেন বলা হচ্ছে? কারণ মাঝে মধ্যেই এখানে বিশালাকার কুমির বা অ্যালিগেটর দেখতে পাওয়া যায়। তাই বিশালাকার কুমির দেখে অবাক না হলেও এবার যা ঘটেছে তা রীতিমতো সকলকে চমকে দিয়েছে।
HUGE FLORIDA GATOR! Yep, this monster is real. Caught on camera during Hurricane #Eta in Naples. Credit: Jeff Jones @WINKNews pic.twitter.com/LGn0Hb19Rd
— Matt Devitt (@MattDevittWINK) November 12, 2020
advertisement
I thought the photos were fake...
This gator in Naples is massive : Jeff Jones pic.twitter.com/aotOKeNBKU — Zach Abolverdi (@ZachAbolverdi) November 12, 2020
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটি ফ্লোরিডার নাপলসের। সেখান কার একটি দৈনিক সংবাদ পত্রে এই বিস্ময়কর গেটরকে নিয়ে লেখাও হয়। সেখানে লেখা হয়েছিল বেবি অর্থাৎ বাচ্চা ডাইনোসর দেখা গিয়েছে ভ্যালেনসিয়া ও কান্ট্রি ক্লাবের কাছে জেফ জোনস সেই বিশালাকার প্রাণীর ভিডিও করেছেন। এই খবর ছড়াতেই উত্তেজনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় লেখা হতে থাকে।
advertisement
তবে জোনসের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার আগে মনে করা হচ্ছিল এটা ফেক বা ভুয়ো খবর।
It looks fake but saw this video https://t.co/W2jgHSIrI3
— Sara K. Satullo (@sarasatullo) November 12, 2020
কিন্তু ভিডিওটি নকল নয়। এই কুমির বা অ্যালিগেটর প্রজাতির প্রাণীটির পা গুলি স্বাভাবিকের থেকে অনেকটা বেশি লম্বা। দেখলে বেবি ডাইনোসর মনেই হতে পারে।
advertisement
It almost looks fake but apparently there is a video of it too!! I have seen some big ones in the Everglades but dang! That's an impressive gator! https://t.co/vT57XHDOkT
— Dr. Kaitlin Gallagher (@kait_a_gallaghr) November 12, 2020
Live News conference of the Giant Gator seen in Naples FL today pic.twitter.com/3PKSXPCxbw
— UzamakiJ (@UzamakiJ) November 12, 2020
advertisement
তবে বিশেষজ্ঞরা এই ভিডিও দেখে অবাক হননি। তাঁর জানিয়েছেন এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। অ্যালিগেটর বা কুমিরটি স্বাভাবিকের থেকে আয়তনে বড়। তবে এই আয়তনটাও খুব একটা অস্বাভাবিক নয়। কুমির সাধারণত শুয়ে শুয়েই চলে তাই তাদের আয়তন চট করে বড় মনে হয় না। কিন্তু এ ক্ষেত্রে সে নিজের চার পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়েছে। আর এই কারণেই এত বড় বা বেবি ডাইনোসর মনে হচ্ছে। আদতে সে চার পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে রাস্তা পার করছে বলেই কুমিরটিকে অন্যরকম মনে হয়েছে। যদিও এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 13, 2020 5:59 PM IST