গ্রেফতার ইমরান খান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর তিন বছরের জেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী পদে থাকাকালীন পাকিস্তানের রাষ্ট্র হিসাবে পাওয়া উপহারগুলি অবৈধভাবে বিক্রি করে দিচ্ছিলেন ইমরান।
ইসলামাবাদ: তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি আদালত ইমরানকে তিন বছর কারাদণ্ডের সাজা দিয়েছে। এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি। এছাড়াও পাক রাজনীতি থেকে তাঁকে ৫ বছরের জন্য দূরে থাকতে হবে।
অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী পদে থাকাকালীন পাকিস্তানের রাষ্ট্র হিসাবে পাওয়া উপহারগুলি অবৈধভাবে বিক্রি করে দিচ্ছিলেন ইমরান। সেগুলি বিক্রি করে পাওয়া অর্থ সম্পর্কেও কিছু জানাননি। ওই ব্যবসায়ী জানান, ২০১৯ সালে যখন ইমরানের দল পাকিস্তানের শাসনক্ষমতায় ছিল, তখন সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন তাঁকে ওই বহুমূল্য ঘড়িও উপহার দিয়েছিলেন।
advertisement
advertisement
সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে আরও একবার গ্রেফতার করা হয় তাঁকে।সূত্রের খবর, আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের ন্যাব বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ইমরানকে একাধিকবার সমন পাঠিয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 2:29 PM IST