পয়লা জুলাই থেকে ১৫টি দেশের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপ, বাদ শুধু আমেরিকা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
চিনের ক্ষেত্রে ওই তালিকাটি প্রতি দু সপ্তাহ অন্তর আপডেট হবে৷ শর্ত হল, বেজিংও একই উপায় কার্যকর করবে ইউরোপিয়ানদের জন্য৷ আমেরিকার প্রতিবেশী দেশ, কানাডা, এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উরুগুয়কে নিশর্ত ভাবে সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷
#ব্রাসেলস: পয়লা জুলাই থেকে ১৫টি দেশের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি৷ শুধুমাত্র সীমান্ত সিল করা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য৷ কারণ আমেরিকায় এখনও ব্যাপক হারে করোনা সংক্রমণ ঘটছে৷
চিনের ক্ষেত্রে ওই তালিকাটি প্রতি দু সপ্তাহ অন্তর আপডেট হবে৷ শর্ত হল, বেজিংও একই উপায় কার্যকর করবে ইউরোপিয়ানদের জন্য৷ আমেরিকার প্রতিবেশী দেশ, কানাডা, এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উরুগুয়কে নিশর্ত ভাবে সীমান্ত খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷
ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটির পরে একটি ঘোষণায় বলা হয়েছে, বর্তমানে নিরাপদ বলে বিবেচিত হওয়া ১৫টি দেশের নাগরিকেরা ১ জুলাই থেকে ইউরোপের দেশগুলিতে ভ্রমণ করতে পারবেন। দেশগুলি হল আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রোয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, টিউনিসিয়া এবং উরুগুয়ে। তবে এই তালিকায় সংশোধনী আসতে পারে বলেও জানানো হয়েছে।
advertisement
advertisement
ইউরোপের দেশগুলিতে অনাবশ্যক ভ্রমণ মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ ছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2020 9:26 PM IST