Mother India Programme: মা তুঝে সালাম! ভারতীয় মায়েদের অবদানকে শ্রদ্ধা জানাতে 'মাদার ইন্ডিয়া প্রোগ্রাম'

Last Updated:

এই অনুষ্ঠান সমাজে মায়েদের অমূল্য ভূমিকা এবং অবদান সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস দেখিয়েছে।

ভারতীয় মায়েদের অবদানকে শ্রদ্ধা জানাতে 'মাদার ইন্ডিয়া প্রোগ্রাম'
ভারতীয় মায়েদের অবদানকে শ্রদ্ধা জানাতে 'মাদার ইন্ডিয়া প্রোগ্রাম'
মাতৃদিবসে চালু হল মাদার ইন্ডিয়া প্রোগ্রাম। গত ১৪ মে, দুবাইয়ের বুর্জ খলিফার আরমানি হোটেলে এই অনুষ্ঠানের আসরে বসেছিল। সাবিনা শেখ, ললিত রাজ পন্ডিত সালেহ শওয়াল আল ইয়ামি এবং ড্যান লান্ডভিস্ট-এর মতো অতিথিরা উপস্থিত হয়েছিলেন ভারত, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন এবং জাপানের মতো দেশগুলি থেকে। তাঁদের উপস্থিতি আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিল এই অনুষ্ঠানটিকে।
অনুষ্ঠানে এই মাদার ইন্ডিয়া প্রোগ্রাম চালু করার পিছনে গভীর প্রেরণার কথা বর্ণনা করেছেন নাক্কা ভেঙ্কট রাও। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের মায়েদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। মায়েদের সম্মান জানিয়ে, স্বীকৃতি দিয়ে এবং তাঁদের সহযোগিতা করার মাধ্যমে প্রতিটি সম্ভাব্য পদ্ধতিতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে আমাদের।’
আরও পড়ুন: পরিবেশ বাঁচানোর আন্দোলনের নামে ট্রাম চালুর দাবিকে উসকে দিল এসএফআই
এই মাদার ইন্ডিয়া প্রোগ্রাম চালু করার অনুষ্ঠানে অতিথি অভ্যাগতদের মনোযোগ এবং উদ্যম ছিল চোখে পড়ার মতো। তাঁরা মাদার ইন্ডিয়া প্রোগ্রামের রূপান্তরকামী ভাবনাকেও স্বীকৃতি দেন। আবুদুলাল আলফাহমি ওই অনুষ্ঠানে বলেন, ‘এই মাদার ইন্ডিয়া প্রোগ্রাম একটি অসাধারণ প্রচেষ্টা। মায়েদের নিরলস প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করা এবং তার স্বীকৃতি দেওয়ার উপায়ে বিপ্লব ঘটাচ্ছি।’
advertisement
advertisement
এই অনুষ্ঠান সমাজে মায়েদের অমূল্য ভূমিকা এবং অবদান সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস দেখিয়েছে। অনবদ্য মাদার ইন্ডিয়া টিভি সিরিজ, ফটো ব্লগ, অন্তর্দৃষ্টিপূর্ণ বই প্রকাশ এবং দুর্দান্ত পডকাস্ট -এর মাধ্যমে মায়েদের বহুমুখী দায়িত্বের উপর আলোকপাত করা হয়েছে। এখানেই শেষ নয়, ব্যতিক্রমী মায়েদের স্বীকৃতি দেওয়াটাই এই অনুষ্ঠানের প্রধান দিক ছিল। সম্মানীয় মাদার ইন্ডিয়া পুরস্কার, সম্মানীয় উল্লেখ এবং রেকর্ড এই অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে। মাতৃত্বের সম্পূর্ণ সফরে মায়েদের দ্বারা প্রদর্শিত অতুলনীয় নিষ্ঠা এবং অধ্যবসায়ের উপরেও জোর দেওয়া হয়েছে।
advertisement
অনুষ্ঠানের লক্ষ্য়
মায়েদের ব্যাপক সহায়তা প্রদান
স্বাস্থ্যসেবা সংক্রান্ত উদ্যোগ এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সহায়তা
মাদার ইন্ডিয়া থিম পার্ক, মহা চণ্ডী যাগম ও রিক্রিয়েশনাল সেন্টার স্থাপন
সারা দেশজুড়ে মায়েদের জীবনের মান উন্নত করা
মাদার ইন্ডিয়া প্রোগ্রাম চালু করার অনুষ্ঠানের সাফল্যের মাধ্যমেই শুরু হচ্ছে এক রূপান্তরমূলক যাত্রা। এমনকী মায়েদের এই উল্লেখযোগ্য সফরের সাক্ষী থাকার জন্য সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
 Mother India Programme: মা তুঝে সালাম! ভারতীয় মায়েদের অবদানকে শ্রদ্ধা জানাতে 'মাদার ইন্ডিয়া প্রোগ্রাম'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement